wbpdcl recruitment 2022 | WBPDCL Recruitment for Civil Engineers 2022 | Salary 63,000

4.94 Download
Note: To prevent users from installing apk files from outside, Google Play has now added a warning when installing apks & mods. PlayProtect will tell you the file is harmful. Simply, just click “Install anyway (unsafe)”.
Grand Theft Auto V / GTA 5 v2.00 APK + MOD (Beta)

Information

Namewbpdcl recruitment 2022 | WBPDCL Recruitment for Civil Engineers 2022 | Salary 63,000
Category

 WBPDCL Recruitment for Civil Engineers 2022 | Salary 63,000 | wbpdcl recruitment 2022


রাজ্যের বিদ্যুৎ বিভাগে কর্মী নিয়োগ (WBPDCL) ২০২২ ।

wbpdcl recruitment 2022


রাজ্যের ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এ কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে WBPDCL সংস্থার তরফ থেকে। পশ্চিবঙ্গের ২৩ টি জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এখন আবেদন করতে পারবেন।

নোটিশ নম্বরঃ WBPDCL/Recruitment/2022/03

আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Assistant Manager- Civil)

শূন্যপদঃ 6 টি (জেনারেল-2, UREC-1, SC-1, ST-1, OBCA-1)

শিক্ষাগত যোগ্যতাঃ B.E. / B. Tech. /Integrated M. Tech. / Dual-degree B.Tech. – M. Tech./ B.Sc. – B. Tech./ B. Tech- এর মধ্যে যেকোনো একটি বিষয়ে 4 বছরের ফুল টাইম ডিগ্রি করা থাকতে হবে। 

বেতনঃ প্রতি মাসে 63,000 টাকা ।

বয়সসীমাঃ 01.02.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 34 বছরের মধ্যে হতে হবে। SC, ST এবং OBC শ্রেনিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবে। 

নিয়োগ পদ্ধতি:: আবেদনকারীদের মধ্যে থেকে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটি শর্টলিস্ট করা হবে। তাতে নাম থাকা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং ঐ ইন্টারভিউয়ে যারা পাশ করবে তাদের ঐ উক্ত পদে নিয়োগ করা হবে। 


ইন্টারভিউয়ের সময় যে সমস্ত দরকারি ডকুমেন্ট লাগবে :-

(1) Date of Birth (matriculation certificate / mark sheet / admit card or Birth Certificate).

(2) Qualifying degree/diploma certificates with all semester wise / year wise mark sheets.

(3) Copy of caste / community certificate (applicable for SC / ST / OBC (NCL) candidates of West Bengal.

(4) Copy of disability certificate, if applicable.

(5) Experience Certificates, as applicable.

(6) Aadhaar Card.


আবেদন প্রক্রিয়াঃ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট হল wbpdcl.co.in। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীকে এই ওয়েবসাইট ওপেন করে ‘APPLY ONLINE’ লেখার উপর ক্লিক করতে হবে। এরপর আবেদন করার পেজ খুলে যাবে। তারপর আবেদনকারীকে ইমেল আইডি, মোবাইল নম্বর, আঁধার কার্ড, স্ক্যান করা পাসপোর্ট সাইজের ছবি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং দরকারি তথ্য দিয়ে অনলাইনে ফর্ম পূরন করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। 

আবেদন শুরু হয়েছে 08.02.2022

📌আবেদন শেষ তারিখ আগামী 22.02.2022 ।


✅ Website Link 

✅ Notice Link : Download

Apply 👉 Link 


বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।


Mới hơn Cũ hơn
Gangstar Vegas v6.8.0e MOD APK + OBB (Unlimited Money/VIP 10)
Poppy Playtime Chapter 1 v1.0.8 APK (Full Game)