ভূগোল জেনারেল নলেজ | Geography GK | geography GK questions answers

4.94 Download
Note: To prevent users from installing apk files from outside, Google Play has now added a warning when installing apks & mods. PlayProtect will tell you the file is harmful. Simply, just click “Install anyway (unsafe)”.
Grand Theft Auto V / GTA 5 v2.00 APK + MOD (Beta)

Information

Name ভূগোল জেনারেল নলেজ | Geography GK | geography GK questions answers
Category

 


📚VERY IMPORTANT GEOGRAPHY QUESTIONS📚


1. বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে?

Ans. 204 টি

2. সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত ?

Ans. নাব্রা উপত্যকা (কারাকোরাম) ।

3. সূয়েজ ক্যানাল কোথায় অবস্থিত ?

Ans. ইজিপ্টে ।

4. Solar System এর আবিষ্কারক কে?

Ans. কোপার্নিকাস ।

5. বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে?

Ans. অ্যালেক্সি লিওনভ ।

6. পৃথিবীর শীতলতম স্থান কোনটি?

Ans. সাইবেরিয়া ( ভারখয়ানস্ক ) ।

7. ভারতবর্ষে মোট কটি দ্বীপ আছে?

Ans. 247 টি ।

8. পূর্বঘাট পর্বতের অপর নাম কি?

Ans. মলয়াদ্রি ।

9. পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি?

Ans. বুর্জ খলিফা ।

10. 2011 সালের আদমসুমারী অনুযায়ী, ভারতের সবচেয়ে গরীব রাজ্য কোনটি?

Ans. ছত্তিশগড় ।

11. আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি ?

Ans. ভ্যাটিকান সিটি ।

12. কোন শহরকে “নীরব শহর” বলা হয় ?

Ans. রোম ।

13. দৈর্ঘ্য , প্রস্থ , উচ্চতা – তিনটি মাত্রা , চতুর্থ মাত্রা কি ?

Ans. সময় ।

14. কসমিক ইয়ার (Cosmic Year) কি ?

Ans. যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে ।

15. গঙ্গা , যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে ?

Ans. এলাহাবাদ ।

16. ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল “Ecology is Permanent Economy” ?

Ans. চিপকো আন্দোলন ।

17. ওড়িশা রাজ্যের State Animal কোনটি ?

Ans. সম্বর হরিণ ।

18. ‘ আমন ব্রিজ ‘ কোন দুটি দেশকে যুক্ত করেছে ?

Ans. ভারত – পাকিস্তান

19. পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয় ?

Ans. বিহার – উত্তরপ্রদেশ ।

20. ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত ?

Ans. হায়দ্রাবাদ ।

21. সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি ?

Ans. সেকস্ট্যান্ট যন্ত্র ।

22. পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি?

Ans. আলাস্কার হুর্বার্ড ।

23. পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি?

Ans. নরওয়ের সেভলে ফিয়র্ড ।

24. উত্তর প্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কী বলে?

Ans. কোর বা তাল ।

25. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত?

Ans. মার্কিন যুক্তরাষ্ট্রে ।

26. আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

Ans. মাউন্ট ব্ল্যান্ক ।

27. “চ্যালেঞ্জার খাত ” কোথায় অবস্থিত?

Ans. প্রশান্ত মহাসাগরে ।

28. বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায় ?

Ans. প্রশান্ত মহাসাগরে ।

29. বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়?

Ans. মরু অঞ্চলে ।

30. উত্তর গোলার্ধের “মেরুজ্যোতি ” কে কী বলে ?

Ans. আরোরা বেরিয়ালিস ।

31. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?

Ans. সরাবতী নদীর গেরসোপ্পা বা যোগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত

32. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

Ans. অন্ধ্রপ্রদেশ ও ওডিশা সীমান্তে অবস্থিত আরমা কোন্ডা(1680 মিটার)

33. পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

Ans. কলসুবাই(1646 মিটার)

34. খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত?

Ans. মেঘালয়।

35. অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত?

Ans. পুরুলিয়া, পশ্চিমবঙ্গ

36. “কচ্ছ ” শব্দের অর্থ কী?

Ans. জলাময় দেশ

37. “Sky River ” নামে কোন নদী পরিচিত?

Ans. ব্রহ্মপুত্র

38. জম্মু কোন নদীর তীরে অবস্থিত?

Ans. তাওয়াই

39. ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিত “মশানজোড় ” বাঁধ কে “কানাডা বাঁধ ” বলা হয় কেন?

Ans. 1954-55 সালে কানাডা সরকারের সহযোগিতায় নির্মান কাজ সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপরনাম কানাডা বাঁধ।

40. অষ্টমুদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত?

Ans. কেরালার কোলাম জেলাতে

41. ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?

Ans. Kunchikal Falls(455 মিটার),Masthikatte , Shimoga district , Karnataka

42. ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত?

Ans. 2007 সালের 15 অক্টোবর , অন্ধপ্রদেশের হায়দ্রাবাদে স্থাপিত হয়

43. প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত?

Ans. হনুলুলুতে

44. আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়?

Ans. 2 রা ফেব্রুয়ারি

45. “রামসার ” চুক্তি কত সালে কার্যকর হয়?

Ans. 1975

46. কার্বন মুক্ত দেশ কোনটি?

Ans. ভুটান

47. কাঞ্চনজংঘা ন্যাশনাল পার্ক UNESCO এর World Heritage Site এর তালিকায় কবে স্থান পায়?

Ans. 18 জুলাই 2016

48. সুন্দরবন UNESCO এর World Heritage Siteএর তালিকায় কবে স্থান পায়?

Ans. 1987

49. ভারতে UNESCO প্রদত্ত বর্তমানে মোট কতগুলি স্থান World Heritage এর তকমা পেয়েছে ?

Ans. 35 টি

50. “চিপকো ” কথার অর্থ কী?

Ans. জড়িয়ে ধরা

51. “চিপকো আন্দোলন ” কবে গড়ে ওঠে?

Ans. 1973 সালে বর্তমান উত্তরাখন্ডের গাড়ওয়াল জেলার মন্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত, অহিংস আন্দোলন গড়ে ওঠে , গাছকে জড়িয়ে ধরে এই আন্দোলন করা হতো বলে একে চিপকো আন্দোলন বলা হয় ৷

52. চিপকো আন্দোলনের শ্লোগান কী ছিল?

Ans. “What do the forest bear? Soil, Water and Pure Air .






Mới hơn Cũ hơn
Gangstar Vegas v6.8.0e MOD APK + OBB (Unlimited Money/VIP 10)
Poppy Playtime Chapter 1 v1.0.8 APK (Full Game)