পশ্চিমবঙ্গে ১০ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হবে প্রতিটি জেলায়। মাধ্যমিক পাশে আবেদন। জেনে নিন বিস্তারিত ।
অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2021:
বর্তমানে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে আবার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মোট 10 হাজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গের মোট 23 টি জেলায় রাজ্যজুড়ে মোট 10 হাজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হবে। বিভিন্ন সময়ে জেলায় জেলায় আংশিকভাবে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হয়েছে, কিন্তু বর্তমান এই সময়ে গোটা রাজ্য জুড়ে একসাথে 10 হাজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের উদ্যোগ এই প্রথম ।
Anganwadi Karmi and sahayika Recruitment 2021.
বর্তমানে রাজ্য জুড়ে মোট 576 টি আইসিডিএস প্রকল্পের মোট 1 লক্ষ 19 হাজার 419 টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে বর্তমানে 1 লক্ষ 16 হাজার 775 টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু রয়েছে, এই মুহূর্তে রাজ্য সরকারের লক্ষ্য হল নতুন কর্মী নিয়োগ করে রাজ্যজুড়ে অধিকাংশ বন্ধ থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিকে চালু করা। যাতে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা কেন্দ্র গুলি কে পুনরায় চালু করা যেতে পারে ।
অঙ্গনওয়াড়ি কর্মী শিক্ষাগত যোগ্যতা :
অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্ততপক্ষে মাধ্যমিক পাস অথবা তার সমতুল্য, সেই সঙ্গে যারা সহায়িকা পদে আবেদন করতে চাইছেন তাদের যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস। উভয় ক্ষেত্রেই কেবলমাত্র মহিলারাই আবেদনের যোগ্য।
বয়স কত লাগবে?
এই চাকরির জন্য আবেদন করতে হলে অবশ্যই বয়স কমপক্ষে 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীরা (যেমন: SC/ST/OBC) সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন কত পাবেন?
রাজ্যের অঙ্গনারী কর্মীদের বেতন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ে মিলে দিয়ে থাকেন।
তবে বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি মাসে বেতন 7,250 টাকা ।
যার মধ্যে কেন্দ্রীয় সরকার দিয়ে থাকেন 4500 টাকা।
আবেদনের পদ্ধতি:
অঙ্গনওয়াড়ি কর্মী পদের আবেদন অফলাইনেই হয়ে থাকে। সংশ্লিষ্ট জেলার অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন, এবং আবেদনপত্র পূরণ করে নিজের ব্লক অফিসে -নির্দিষ্ট ড্রপবক্সে জমা দিতে হবে ।
আবেদনপত্র টি যে খামের ভিতর পাঠাবেন সেই খামের উপর অবশ্যই লিখতে হবে:
APPLICATION FOR THE POST OF Anganwadi Karmi/Anganwadi Sahayika
নিয়োগ পদ্ধতি:
রাজ্য সরকারের তরফ থেকে আইসিডিএস কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের নিয়োগের দায়িত্ব দেয়া হয় প্রতিটি জেলাকে, তাই প্রতিটি জেলার ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি আলাদা আলাদা হয়ে থাকে, তবে কোনো কোনো জেলায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে অঙ্গনারী কর্মী নিয়োগ করা হয়। আবার কোনো কোনো জেলায় লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে।
অঙ্গনারী কর্মী সিলেবাস:
1.বাংলা ভাষায় রচনা
2.পাটিগণিত অষ্টম শ্রেণী মানে)
3.পুষ্টি জনসাস্থ সম্বন্ধে ধারণা
4.মহিলাদের সামাজিক অবস্থানের বিষয়ে প্রশ্ন
5.ইংরেজি ভাষায় অনুবাদ
6.সাধারণ জ্ঞান
অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ:
যিনি অঙ্গনারী কর্মী পদে চাকরি পাবেন তার কাজ হল সমস্ত শিশুদের প্রথম ধাপের শিক্ষাদান করা।
এবং যিনি সহায়িকা পদে রয়েছেন তার কাজ হল অঙ্গনওয়াড়ি তে প্রতিদিনের খাবারের খরচ, জ্বালানিসহ বহু খুঁটিনাটি হিসাব রাখা, এবং সেইসঙ্গে শিশুদের জন্য পুষ্টিকর খাবার তৈরি করা ।
কোন কোন জেলায় নিয়োগ হতে চলেছে:
- আলিপুরদুয়ার-coming soon
- বাঁকুড়া - coming soon
- বীরভূম - coming soon
- কোচবিহার - coming soon
- দক্ষিণ দিনাজপুর- coming soon
- দার্জিলিং - coming soon
- হুগলি - coming soon
- হাওড়া - coming soon
- জলপাইগুড়ি - coming soon
- ঝারগ্রাম - coming soon
- দক্ষিণ 24 পরগনা- coming soon
- কলকাতা - coming soon
- কালিম্পং - coming soon
- উত্তর 24 পরগনা- coming soon
- দুই মেদিনীপুর - coming soon
- নদীয়া। - coming soon
- মালদা। - coming soon
- মুর্শিদাবাদ - coming soon
- দুই বর্ধমান - coming soon
- পুরুলিয়া - coming soon
- উত্তর দিনাজপুর - coming soon
তবে অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেক জেলার পরীক্ষা একই সঙ্গে হবে না। অথবা প্রত্যেক জেলায় একই সঙ্গে নিয়োগ সংখ্যা বেরোবে না।