রাজ্যের সরকারি হাসপাতালে গ্রূপ- ডি কর্মী নিয়োগ 2021, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ। Group D Recruitment

4.94 Download
Note: To prevent users from installing apk files from outside, Google Play has now added a warning when installing apks & mods. PlayProtect will tell you the file is harmful. Simply, just click “Install anyway (unsafe)”.
Grand Theft Auto V / GTA 5 v2.00 APK + MOD (Beta)

Information

Nameরাজ্যের সরকারি হাসপাতালে গ্রূপ- ডি কর্মী নিয়োগ 2021, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ। Group D Recruitment
Category

 রাজ্যের সরকারি হাসপাতালে গ্রূপ- ডি কর্মী নিয়োগ 2021, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ।




রাজ্যের সরকারি হাসপাতালে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। দুটি আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগ করা হবে।


 দুটি বিজ্ঞপ্তির মেমো নম্বর গুলি হল যথাক্রমে DHC/ Estt- 26/ 16/ 385/ 2021 এবং DHC/ Estt- 26/ 16/ 386/ 2021. 



 চুক্তির ভিত্তিতে কলকাতার D. N. DE HOMOEOPATHIC MEDICAL COLLEGE & HOSPITAL -এ লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে কেবল সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদনযোগ্য।


📌নোটিস - ১

বিজ্ঞপ্তি নং DHC/ Estt- 26/ 16/ 385/ 2021:


পদের নাম- ফার্মাসিস্ট।


শূন্যপদ- ১ টি।

বেতন- প্রতি মাসে ১০,০০০ টাকা।


পদের নাম- গ্রুপ ডি।


শূন্যপদ- ১ টি।


বেতন- প্রতি মাসে ৮০০০ টাকা।


বয়স- উপরোক্ত দুটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২৫/০৬/২০২১ তারিখে ৬৫ বছরের মধ্যে হতে হবে।


ইন্টারভিউ তারিখ ও সময়- ১৪/০৭/২০২১,সকাল ১১ টা।


📌নোটিস - ২


বিজ্ঞপ্তি নং DHC/ Estt- 26/ 16/ 386/ 2021:


পদের নাম- কর্ম বন্ধু।


শূন্যপদ- ১ টি।


বেতন- ৩,০০০ টাকা প্রতিমাসে বেতন।


ইন্টারভিউ তারিখ ও সময়- ১৫/০৭/২০২১ সকাল ১১ টা।

সব ক্ষেত্রেই ইন্টারভিউর স্থান-‌ D. N. DE HOMOEOPATHIC MEDICAL COLLEGE & HOSPITAL.


ইন্টারভিউয়ের দিন প্রার্থীকে তিনটি পাসপোর্ট সাইজ ফটো, ভোটার কার্ড, আধার কার্ড এবং সমস্ত শিক্ষাগতযোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট সঙ্গে করে নিয়ে যেতে হবে।


 2 )




Mới hơn Cũ hơn
Gangstar Vegas v6.8.0e MOD APK + OBB (Unlimited Money/VIP 10)
Poppy Playtime Chapter 1 v1.0.8 APK (Full Game)