IOCL Recruitment 2021 | IOCL Apprentice Recruitment 2021, Apply Online 469 Post India Oil Corporation Limited (IOCL) ,ইন্ডিয়ান অয়েল কর্পোরেশান লিমিটেড "অ্যাপ্রেন্টিস” পদে কর্মী নিয়োগ।

4.94 Download
Note: To prevent users from installing apk files from outside, Google Play has now added a warning when installing apks & mods. PlayProtect will tell you the file is harmful. Simply, just click “Install anyway (unsafe)”.
Grand Theft Auto V / GTA 5 v2.00 APK + MOD (Beta)

Information

NameIOCL Recruitment 2021 | IOCL Apprentice Recruitment 2021, Apply Online 469 Post India Oil Corporation Limited (IOCL) ,ইন্ডিয়ান অয়েল কর্পোরেশান লিমিটেড "অ্যাপ্রেন্টিস” পদে কর্মী নিয়োগ।
Category

 IOCL Recruitment 2021,  ইন্ডিয়ান অয়েল কর্পোরেশান লিমিটেড এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ ২০২১




IOCL Recruitment 2021: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশান লিমিটেড এ “অ্যাপ্রেন্টিস” পদে নিয়োগ এর জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদন চলবে ০৫ অক্টোবর ২০২১ থেকে ২৫ অক্টোবর ২০২১ পর্যন্ত। তাই প্রার্থীরা ২৫ অক্টোবর ২০২১ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ২৫ অক্টোবর ২০২১ বা তার আগে www.iocl.com এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।


IOCL Recruitment 2021 

Contents 

 

Indian Oil Corporation Limited


মোট পদ – ৪৬৯ টি।


কর্মস্থল – সারা ভারত।


IOCL Recruitment 2021 Vacancy details: (শূন্যপদ)-

গুজরাট – ৮৯ 

রাজস্থান – ৪৩

পশ্চিমবঙ্গ – ৪৪ 

বিহার – ৩৬

আসাম – ২৮ 

উত্তর প্রদেশ – ১৮

ওডিশা – ৪৮ 

ছত্তিশগড় – ০৬

ঝাড়খণ্ড – ০৩ 

হরিয়াণা – ৪১

পাঞ্জাব – ১৩ 

দিল্লী – ২০

উত্তর প্রদেশ – ২৬

উত্তরাখন্ড – ০৬

রাজস্থান – ০৩

হিমাচল প্রদেশ – ০৩

তামিলনাড়ু – ৩৩

কর্ণাটক – ০৩

অন্ধ্র প্রদেশ – ০৬


Age Limit (বয়স) :-

প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। বয়সের হিসাব করা হবে ০১/১০/২০২১ এর হিসেবে। 


IOCL Recruitment 2021 Educational Qualification: (শিক্ষাগত যোগ্যতা) :-

ট্রেড অ্যাপ্রেন্টিস – যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী পাশ করে থাকতে হবে। আছাড়া নির্দিষ্ট ট্রেডে আই টি আই পাশ করে থাকতে হবে।  

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – ইজ্ঞনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি করে থাকতে হবে। 

ট্রেড অ্যাপ্রেন্টিস(অ্যাসিস্ট্যান্ট – হিউম্যান রিসোর্স) – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি করে থাকতে হবে। 

ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাকাউন্ট্যান্ট) – যেকোনো সরকারী স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স এ ব্যাচেলর ডিগ্রি করে থাকতে হবে। 

ডাটা এন্ট্রি অপারেটর – দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে। 

ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর (স্কিল সার্টিফায়েড হোল্ডার) – কেন্দ্রীয় সরকার স্বীকৃত ইন্সটিটিউট থেকে ডোমেস্টিক ডাটা এন্ট্রি এর ট্রেনিং করে থাকতে হবে।


IOCL Recruitment 2021 Selection Process ( প্রার্থী বাছাই ) :-


    প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর

সর্টলিস্টিং , মেডিক্যাল পরীক্ষা ও ইন্টারভিউ এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন ফ্রি :-

   আবেদন করার জন্য প্রার্থীদের কোনোও রকম আবেদন মূল্য লাগবে না।


বেতন :-

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশান লিমিটেড এর তরফ থেকে ট্রেড অ্যাপ্রেন্টিসদের বেতন ৭,৫০০ রুপি এর মধ্যে হবে।


IOCL Recruitment 2021 Important dates:

অনলাইন আবেদন শুরু:— ০৫ অক্টোবর ২০২১

আবেদন করার শেষ তারিখ:— ২৫ অক্টোবর ২০২১

অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ:— শীঘ্রই জানানো হবে।  

📌 Official website Link 

📌 Notice Download

✅ APPLY Link



Mới hơn Cũ hơn
Gangstar Vegas v6.8.0e MOD APK + OBB (Unlimited Money/VIP 10)
Poppy Playtime Chapter 1 v1.0.8 APK (Full Game)