BARC Recruitment 2021. Apply Driver cum Pump Operator cum Fireman A & Sub Officer B Posts before 15 October.
অ্যাটমিক সেন্টারে কর্মী নিয়োগ ২০২১ , প্রতি মাসে 21,700 টাকা বেতন শুরু।
পশ্চিম বঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একটি ভালো সুখবর।
পারমানবিক (Atomic-অ্যাটমিক) গবেষনা সেন্টারে নিয়োগের একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হল। এখানে দুটি পোষ্টে বেশ কতগুলি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য ভ্যাকান্সি রয়েছে। এই সংস্থাটি ভারত সরকার দ্বারা পরিচালিত হয়ে থাকে। এই চাকরির জন্য কারা আবেদন করতে পারবে, শুন্যপদ কয়টি আছে, বেতন কত দেওয়া হবে এবং কীভাবে আবেদন করতে হবে- দেখে নিন।
নোটিশ নম্বরঃ BARC/MYS/02/2021
BARC Recruitment 2021
আবেদন পদ্ধতি :- অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
✓ পদের নাম - (1) DRIVER-CUM-PUMP OPE বেতন RATOR-CUM-FIREMAN.
শূন্যপদ -16 টি । (UR-6, OBC-5, SC-03, ST-01, EWS-01 ).
শিক্ষাগত যোগ্যতা - কমপক্ষে 50% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে, এক বছরের অভিজ্ঞতা সহ ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স :- আবেদনকারীর বয়স 18-27 বছরের মধ্যে হতে হবে।
বেতন - পে লেভেল 3 অনুযায়ী প্রতি মাসে 21,700 টাকা।
✓ পদের নাম :-(2) SUB OFFICER.
শূন্যপদ :- 4 টি । (UR – 03, OBC – 01)
শিক্ষাগত যোগ্যতা :- কমপক্ষে 50% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে, সেইসঙ্গে ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে সাব অফিসার কোর্স করা থাকতে হবে।
বয়স :- এই পদের জন্য আবেদনকারীর বয়স 18-40 বছরের মধ্যে হতে হবে। দুটি পদের ক্ষেত্রেই ST, SC শ্রেনিরা 5 বছরের এবং OBC-রা 3 বছরের বয়সের ছাড় পাবে।
বেতন :- পে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে 35,400 টাকা।
✓আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
আবেদন পদ্ধতি :-
অফিসিয়াল নোটিশের সঙ্গে একটি আবেদন করা ফর্ম দেওয়া রয়েছে। প্রথমে সেটি এ4 পেজে প্রিন্ট করে ফিল আপ করে নিতে হবে। তারপর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স কপি অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ-
Administrative Officer-III, Bhabha Atomic Research Centre, P. B. No.1, Yelwal, Mysuru – 571 130.
আবেদনের শেষ তারিখ হল 15.10.2021 ।
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।