OBC Certificate Documents List / SC Certificate Documents List /ST Certificate Documents List:-
১) নামের সঠিক বানানের জন্য একটি ডকুমেন্টস লাগবে- স্কুলের শংসাপত্র/মাধ্যমিক অ্যাডমিট কার্ড/আধার কার্ড/ভোটার কার্ড/রেশন কার্ড/প্যান কার্ড ইত্যাদি।
২) ঠিকানার প্রমাণপত্র লাগবে-আধার কার্ড/ভোটার কার্ড/রেশন কার্ড ইত্যাদি।
৩) বংশের কারো সার্টিফিকেট থাকলে তার জেরক্স সাথে সেই সার্টিফিকেট দাতার আধার কার্ড/ভোটার কার্ড/রেশন কার্ড ইত্যাদি।
৪) বংশের কারো সার্টিফিকেট থাকলে বংশ তালিকা তৈরি করতে হবে। ( বংশ তালিকার বানানোর ফটো ভিডিওর ডেসক্রিপশন এ আছে )
৫) ইনকাম সার্টিফিকেট লাগবে।
৬) পরিচয়পত্রের প্রমাণ- আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/ড্রাইভিং লাইসেন্স/ব্যাঙ্কের পাশবই ইত্যাদি।
৭) আবেদকারীর পাসপোর্ট সাইজের ফটো(৩ কপি)।
৮) অনলাইন আবেদন করার রিসিভ কপি।
৯) বংশের না থাকলে কোর্টের মেজিস্ট্রেট এপিড ওপিড লাগবে।
১০) বংশের সার্টিফিকেট না থাকলে আপনার কাস্ট অনুয়ায়ী ২ জনের সেই কাস্টের সার্টিফিকেট জেরক্স ও তাদের আধার কার্ড/ভোটার কার্ড/রেশন কার্ডের জেরক্স।
১১) সবার জন্য ২ জন ব্যাক্তির নাম দিতে হবে, লোকাল রেফারেন্স হিসাবে ফর্ম ফিলাপের সময় ও তাদের আধার কার্ড/ভোটার কার্ডের জেরক্স।
১২) বংশের সার্টিফিকেট না থাকলে পঞ্চনামা সার্টিফিকেটে ৫ জন সরকারি সিল প্রাপ্ত ব্যাক্তির সিগনেচার ও সিল লাগবে পঞ্চনামায়।
*********************************************