অষ্টম শ্রেণী পাশেস্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি নিয়োগ 2021
সকল চাকরি প্রার্থীদের জন্য একটি সুখবর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে । পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে যে কেউ আবেদন করতে পারবেন ।কোন আবেদন ফি লাগবে না , সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। মোট কতগুলো শূন্যপদ আছে,আবেদন পদ্ধতি,আবেদনের শেষ তারিখ সমস্ত কিছু বিস্তারিত উল্লেখ করা হলো।
west bengal health recruitment board
পদের নাম- ডোম।
মোট শূন্যপদ- 2 টি
বেতনসীমা - প্রতি মাসে 10 হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা- কেবমাত্র অষ্টম শ্রেণী পাস করলে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন।
বয়স - আবেদনকারীর বয়স হতে হবে 40 বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি- আলাদা করে কোনো ফ্রম ফিলাপ করতে হবে না , আগামী 31/5/2021 তারিখ সকাল 11 টার সময় একটি আবেদন পত্র ( Bio-data ) তৈরি করে নিয়ে যেতে হবে , তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো হলো
1) Age Proof
2) Residence Proof
3) Education Certificate
4) Valid Identity Proof
পোস্টিং হবে - চাকরিপ্রার্থীদের পোস্টিং হবে বিষ্ণুপুর গভারমেন্ট হসপিটালে।
ইন্টারভিউয়ের স্থান-The Office of the Chief Medical Officer of Health bishnupur DH