জাতীয় গ্রন্থাগার কলকাতা নিয়োগ 2021 - 25 এলআইএস ইন্টার্ন শূন্যপদ ২০২১
ভারতের জাতীয় গ্রন্থাগার, কলকাতায় এলআইএস ইন্টার্ন এ একাধিক শূন্যপদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের 23 টি জেলার যেকোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। আগ্রহী এবং যোগ্য গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান থেকে প্রাপ্ত তরুণ পেশাদার স্নাতক এই পদগুলির জন্য আবেদন করতে পারেন।
জাতীয় গ্রন্থাগার কলকাতা নিয়োগ 2021
পোস্টের নাম: এলআইএস ইন্টার্ন (LIS Intern)
শূন্যপদ : 25 টি
ভাষা অনুসারে শূন্যপদ:
- অসমীয়া: ১ টি পদ
- বাঙালি: 2 টি পোস্ট
- গুজরাটি: 2 টি পোস্ট
- হিন্দি: 3 টি পোস্ট
- কান্নাডা: 2 টি পোস্ট
- মালায়ালাম: 2 টি পোস্ট
- মারাঠি: 2 টি পোস্ট
- ওডিয়া: 2 টি পোস্ট
- পাঞ্জাবি: 1 টি পোস্ট
- তামিল: 2 টি পোস্ট
- তেলেগু: 2 টি পোস্ট
- উর্দু: 1 টি পদ
- ইংরেজি: 3 টি পোস্ট
বেতন : LIS ইন্টার্ন অনুযায়ী প্রতি মাসে 25,000/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা:
1.প্রার্থীরা অবশ্যই লাইব্রেরি এবং তথ্য বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করতে হবে বা 2021 এর 16 জুন বা তার আগে এর সমতুল্য হতে হবে।
2.সংশ্লিষ্ট ভাষা অবশ্যই একটি বিষয় হিসাবে মাধ্যমিক (10 + 2) / স্নাতক স্তরে পড়া । অর্থাৎ(10+2) মধ্যবর্তী ভাষা অবশ্যই পড়তে হবে বা জানলেও হবে।
বয়সসীমা: বিজ্ঞাপনের তারিখ থেকে 35 বছরের নীচে।
কীভাবে আবেদন করবেন ?
আবেদনপত্রটি সম্পূর্ণভাবে ফিলাপ করে সময় সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে ইমেইলের মাধ্যমে অথবা স্পিড পোস্ট এর মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে ।
Address ::
The Director General
National Library Kolkata,
Belvedere, Alipore,
Kolkata-700027.
ইমেল-আইডি: esttsupdt@gmail.com
আবেদনের শেষ তারিখটি 16.06.2021।
বিজ্ঞাপনের বিবরণ / আবেদন ফর্ম: এখানে ক্লিক করুন।