♻️দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স: 28-03-2022
1. World Theatre Day পালন করা হয় ২৭শে মার্চ; এবছরের থিম হলো
"Theatre and a Culture of Peace."
2. Reserve Bank Innovation Hub (RBIH)-এর প্রথম চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কৃশ গোপালাকৃষ্ণন
3.Hwasong-17 নামে ব্যালিস্টিক মিসাইল সফলভাবে টেস্ট ফায়ার করলো উত্তর কোরিয়া.
4.Badminton Association of India (BAI)-এর প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নিযুক্ত হলেন হিমন্ত বিশ্ব শৰ্মা
5. সম্প্রতি International Labour Organization(ILO)-এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন Gilbert Houngbo
6. Broadcast Audience Research Council (BARC India)-এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন শশী সিনহা
7.'Sunday Street' ইনিশিয়েটিভ লঞ্চ করলেন মুম্বাই পুলিশ
8.'The Book of Bihari Literature' শিরোনামে বইটি লিখলেন অভয় কে.
9. NITI Aayog's Export Preparedness Index 2021-এ প্রথমস্থানে আছে গুজরাট, দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র, তৃতীয় স্থানে কর্ণাটক
10.দিল্লিতে ১০ দিন ব্যাপী "ভারত ভাগ্য বিধাতা" নামে ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
************************************************
🔥GK for all Competitev Exam Preparation 🔥
👇👇👇👇👇👇👇👇👇
1. অক্সিজেন গ্যাসকে ‘ফায়ার এয়ার’ নাম দিয়েছিলেন কোন বিজ্ঞানী ➔ ল্যাভয়সিয়ের
2. কৃত্রিম হারক প্রস্তুত করেছিলেন কোন বিজ্ঞানী ➔ ক্যাভেন্ডিস
3. 'চিকিৎসাশাস্ত্রের জনক’ আখ্যা দেওয়া হয় ➔ হিপোক্রেটাসকে
4. ধননন্দ কার হাতে পরাজিত ও নিহত হন ➔ চন্দ্রগুপ্ত মৌর্য
5. কোন উদ্ভিদের জীবাণুনাশক ওণ আছে ➔ নিমের
6. টলেমি ছিলেন এক বিখ্যাত ➔ জ্যোতির্বিদ
7. জগদীশচন্দ্রের প্রথম গ্রন্থের নাম ➔ Response in the living and non living world
8. 'পিঁপড়ে পুরাণ’ গ্রন্থটি লিখেছেন ➔ প্রেমেন্দ্র মিত্র
9. বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরির জ্বালামুখ রয়েছে ➔ ইন্দোনেশিয়ার (সুমাত্রা) জাভাতে
10. কত সালে স্বরাজ দল প্রতিষ্ঠা হয় ➔ 1923 সালে
11. স্বরাজ দল কারা প্রতিষ্ঠা করেন ➔ মলিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস
12. সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি কে ছিলেন ➔ বি.আর আম্বেদকর
13. থাম্বপ্যাড থাকে ➔ ব্যাঙের
14. আরশোলা কোন পর্বভুক্ত প্রাণী ➔ আর্থোপোডা
15. সিস্টোলিথ দেখা যায় ➔ বট পাতায়
16. জলের স্কুটনাঙ্ক পরিমাপের যন্ত্রের নাম ➔ হিপসোমিটার
17. ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে ➔ অ্যালবুমিন
18. নেপোলিয়ান বোনাপার্ট কোন দ্বীপে জন্মেছিলেন ➔ কর্সিকা দ্বীপে
19. ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ-এর সেনাপতি ছিলেন ➔ তাঁতিয়া টোপি
20. 'ফ্যাসিস্ট পার্টি' কে প্রতিষ্ঠা ➔ মুসোলিনী
21. স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত ➔ নিউইয়র্কে
22. সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত ➔ কাঠমান্ডুতে
23. রামধনুর প্রান্ত দুটির রং হল ➔ বেগুনী ও লাল
24. চীনদেশের বৃহত্তম নদী হল ➔ ইয়াং-সি-কিয়াং
25. কোন শিলায় জীবাশ্ম দেখা যায় ➔ পাললিক শিলায়
26. নাইট্রাস অক্সাইডকে বলা হয় ➔ লাফিং গ্যাস
27. 'রাখীবন্ধন' উৎসবের উদ্যোক্তা ➔ রবীন্দ্রনাথ ঠাকুর
28. দিল্লি কোন নদীর তীরে অবস্থিত ➔ যমুনা
29. 'সুমো' কোন দেশের প্রচলিত কুস্তি ➔ জাপান
30. আলাউদ্দিন খলজির সভার বিখ্যাত কবি ছিলেন ➔ আমির খসরু।