Class 5 Poribesh Model Activity September Task part 6
পঞ্চম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি পার্ট 6
Class 5 Poribesh Model Activity Task part 6 | পঞ্চম শ্রেণী পরিবেশ মডেল অ্যাক্টিভিটি পার্ট 6 | New Class V Science September 2021 part 6 model activity
১. ঠিক উত্তরটি নির্বাচন কর :-
১.১ পশ্চিমবঙ্গে চা চাষ হয় -
ক) রাঢ় অঞ্চলে
খ) গাঙ্গেয় সমভূমি অঞ্চলে
গ) উত্তরের পার্বত্য অঞ্চলে
ঘ) উপকূলের সমভূমি অঞ্চলে।
উত্তর - উত্তরের পার্বত্য অঞ্চলে
১.২. যেটি সমুদ্রের মাছ সেটি হলো -
ক) পার্শ্বে
খ) ট্যাংরা
গ) রুই
ঘ) সার্ডিন
উত্তর - সার্ডিন
১.৩ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনটি পালিত হয় যে দিবস রুপে সেটি হলো -
ক) শিক্ষক দিবস
খ) পরিবেশ দিবস
গ) শিশু দিবস
ঘ) সাধারণতন্ত্র দিবস
উত্তর - শিক্ষক দিবস
২. শূন্যস্থান পূরণ করো :
২.১. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হল ভারত ও ____।
উত্তর - বাংলাদেশ
২.২. বিপ্লবী সূর্য সেন নামে ________ পরিচিত ছিলেন।
উত্তর - মাস্টার দা
২.৩. একটি নিত্যবহ নদীর নাম হলো ______।
উত্তর - তিস্তা
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
৩.১ সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর - সুন্দরবন অঞ্চলের মাটির বৈশিষ্ট্যগুলি হল
(১) এই অঞ্চলের মাটিতে লবণের ভাগ বেশি।
(২) এই মাটিতে বালির ভাগ কম এবং কাদার ভাগ বেশি।
৩.২ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?
উত্তর - লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের জন্য যে ব্যবস্থাগুলি নেওয়া যেতে পারে তা হল-
(১) লুপ্তপ্রায় মাছ ধরা বন্ধ করতে হবে।
(২) লুপ্তপ্রায় মাছ না ধরার নিষেধাজ্ঞা বোর্ড টাঙাতে হবে।
(৩) এসব মাছ ধরলে বা কেনা-বেচা করলে জরিমানা করতে হবে।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি?
উত্তর - সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষই দেশ চালাবে। 'রাজার ছেলে রাজা হবে এরকম চলবে না। তাই ২৬শে জানুয়ারি দিনটিকে সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়।
**************************************
Class 5 Poribesh Model Activity Task part 6 | পঞ্চম শ্রেণী পরিবেশ মডেল অ্যাক্টিভিটি পার্ট 6
Class 5 model activity task poribesh o bigayan answer sheet
Class 5 amader Poribesh er uttor,
ক্লাস ফাইভ আমাদের পরিবেশ এর উত্তর।
ক্লাস ফাইভ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 6 আমাদের পরিবেশ এর উত্তর।