Assam Rifles Recruitment 2021 | আসাম রাইফেলসে র্যালির মাধ্যমে নিয়োগ | আবেদন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।
Assam Rifles Recruitment 2021: Apply for 1230 Vacancies, 10th Pass Can Apply
আসাম রাইফেলসে বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। র্যালির মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। হাবিলদার (ক্লার্ক), রাইফেলম্যান, বার্বার, কুক, মেকানিক, সাফাই কর্মী সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়ই সমস্ত পদের জন্য আবেদন করতে পারবেন। Assam Rifles Technical & Tradesmen Recruitment through Rally.
Assam Rifles Recruitment 2021: আসাম রাইফেলস এ “টেকনিক্যাল ও ট্রেডসম্যান” পদে নিয়োগ এর জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদন চলবে ১১ সেপ্টেম্বর ২০২১ থেকে ২৫ অক্টোবর ২০২১ পর্যন্ত। তাই প্রার্থীরা ২৫ অক্টোবর ২০২১ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ২৫ সেপ্টেম্বর ২০২১ বা তার আগে www.assamrifles.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
Assam Rifles Recruitment 2021
Assam rifles
www.assamrifles.gov.in
কর্মস্থল – সারা ভারত।
Assam Rifles Recruitment 2021 Vacancy details:
শূন্যপদ বিন্যাস :- মোট ১২৩০ টি।
✓ কোন কোন রাজ্যে কত শূন্যপদ নীচে দেওয়া হলো।
পশ্চিমবঙ্গ- ৫০ টি, আন্দামান এবং নিকোবর- ১ টি, অন্ধ্রপ্রদেশ- ৬৪ টি, অরুণাচল প্রদেশ- ৪১ টি, আসাম- ৪৭ টি, বিহার- ৯১ টি, চন্ডিগড়- ১ টি, ছত্রিশগড়- ৩৩ টি, দাদরা এবং হাভেলি- ১ টি, দিল্লি- ৮ টি, দমন দিউ- ২ টি, গোয়া- ২ টি গুজরাট- ৪৮ টি, হরিয়ানা- ১২ টি, হিমাচল প্রদেশ- ৪ টি, জম্মু-কাশ্মীর- ২১ টি, ঝাড়খন্ড- ৫১ টি, কর্ণাটক- ৪২ টি, কেরালা- ৩৪ টি, লাক্ষাদ্বীপ- ২ টি, মধ্যপ্রদেশ- ৪২ টি, মহারাষ্ট্র- ৬১ টি, মনিপুর- ৭৪ টি, মেঘালয়- ৭ টি, মিজোরাম- ৭৫ টি, নাগাল্যান্ড- ১০৫ টি, ওড়িশা- ৪২ টি, পন্ডিচেরি- ১৭ টি, রাজস্থান- ৩৫ টি, সিকিম- ২ টি, তামিলনাড়ু- ৫৪ টি, তেলেঙ্গানা- ৪৮ টি, ত্রিপুরা- ৭ টি, উত্তরপ্রদেশ- ৯৮ টি, উত্তরাখণ্ড- ৫ টি।
পশ্চিমবঙ্গের শূন্যপদের বিবরণঃ-
মোট- ৫০ টি। হাবিলদার (ক্লার্ক)- ৯ টি, রাইফেলম্যান (ইলেকট্রিক্যাল ফিটার সিগনাল)- ২ টি, রাইফেলম্যান (লাইনম্যান ফিল্ড)- ১ টি, রাইফেলম্যান (ইলেকট্রিশিয়ান মেকানিক ভেহিক্যল)- ১ টি, হাবিলদার (ইন্সট্রুমেন্ট রিপেয়ারার/ মেকানিক)- ১ টি, রাইফেলম্যান (ভেহিক্যল মেকানিক)- ১ টি, রাইফেলম্যান (আপহোলস্টার)- ১ টি, নায়েব সুবেদার (ব্রিজ অ্যান্ড রোড)- ১ টি, রাইফেলম্যান (ইলেকট্রিশিয়ান)- ২ টি, রাইফেলম্যান (প্লাম্বার)- ২ টি, হাবিলদার (সার্ভেয়র)- ২ টি, ওয়ারেন্ট অফিসার (ফার্মাসিস্ট)- ৩ টি, হাবিলদার (এক্সরে এসিস্ট্যান্ট)- ২ টি, রাইফেলম্যান (বার্বার)- ৩ টি, রাইফেলম্যান (কুক)- ১৪ টি, রাইফেলম্যান (মশালচি)- ১ টি, রাইফেলম্যান (সাফাই)- ৪ টি (পুরুষ)।
✓ Assam Rifles Recruitment 2021 Important dates:
আবেদন শুরু- ১১/০৯/২০২১
আবেদন শেষ- ২৫/১০/২০২১
র্যালি তারিখ- ০১/১২/২০২১
অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ:— শীঘ্রই জানানো হবে।
✓ Age Limit:
বয়স :- প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। বয়সের হিসাব করা হবে ০১/০৮/২০২১ এর হিসেবে।
✓ Assam Rifles Recruitment 2021 Educational Qualification:
শিক্ষাগত যোগ্যতা :-
আবেদন প্রার্থীদের দশম শ্রেণী পাশ করতে হবে এবং সেই সাথে নির্দিষ্ট ট্রেডে আই টি আই পাশ করে থাকতে হবে।
✓ Assam Rifles Recruitment 2021 Selection Process:
প্রার্থী বাছাই পদ্ধতি :- প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর
1) ফিসিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট
2) ফিসিক্যাল এফিসিয়েন্সি টেস্ট
3) লিখিত পরীক্ষা
ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
✓ Application Fees:
আবেদন ফ্রি :-
গ্রুপ বি পোস্ট – ২০০/-
গ্রুপ সি পোস্ট – ১০০/-
এস সি / এস টি / এক্স সার্ভিসম্যান / মহিলা – বিণামূল্যে।
আবেদনমূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা যেতে পারে।
বেতন:-
গ্রুপ বি – ৬৯,১০০ টাকা।
গ্রুপ সি – ২৭,১০০ টাকা।
Assam Rifles recruitment 2021
Notification Link 👇👇
Official website - http://www.assamrifles.gov.in/
Apply Link 👇 http://www.assamrifles.gov.in/
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।
Assam Rifles Recruitment 2021: Apply for 1230 Vacancies, 10th Pass Can Apply