বার্ধক্য ভাতা ফরম / বিধবা ভাতা ফরম / প্রতিবন্ধী ভাতা ফরম কীভাবে ডাউনলোড করবে ? ডকুমেন্ট কি লাগবে দেখে নিন। West Bengal Pension ২০২১
আপনি কিভাবে বয়স্ক ভাতা/বৃদ্ধ ভাতা / বার্ধক্য ভাতা (Old Age Pension) কিংবা বিধবা ভাতা (Widow Pension) অথবা প্রতিবন্ধী ভাতায় (Widow Pension) আবেদন করবেন। আবেদন করলেই আপনারা সরাসরি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে পেনশনের টাকা পেয়ে যাবেন।
বয়স্ক ভাতা/বৃদ্ধ ভাতা/বার্ধক্য ভাতা :-
বয়স্ক (বার্ধক্য) ভাতায় আবেদন করতে হবে অফলাইনে। বয়স্ক (বার্ধক্য) ভাতা অনলাইন আবেদন পদ্ধতি (Old Age Pension Online Apply West Bengal) এখনো চালু হয়নি । বয়স্ক ভাতায় আবেদন করতে গেলে, আবেদনকারীর/আবেদনকারীনীর বয়স কমপক্ষে ৬০ বছর থাকতে হবে। অবশ্যই পশ্চিমবঙ্গের ১০ বছরের বাসিন্দা হতে হবে।
প্রতিবন্ধী ভাতাঃ– প্রতিবন্ধী ভাতায় আবেদন করতে হবে অফলাইনে (Disability Pension Form Fill Up West Bengal) নির্দিষ্ট ফর্মে। প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন পদ্ধতি ( Disability Pension Online Apply West Bengal) এখনো চালু হয়নি।আবেদন করতে গেলে অবশ্যই আবেদনকারীর/কারীনীর প্রতিবন্ধী সার্টিফিকেট থাকতে হবে।পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যকাউন্ট নাম্বার থাকতে হবে।
বিধবা ভাতাঃ– রাজ্য সরকার বিধবা মহিলাদের জন্যও বিধবা ভাতা চালু করেছেন। বিধবা ভাতায় আবেদন (Widow Pension Form Fill Up West Bengal) করতে হবে অফলাইনে। বিধবা ভাতা অনলাইন আবেদন পদ্ধতি এখনো চালু হয় নি( Widow Pension Online Apply West Bengal)। আবেদন করার জন্য অবশ্যই স্বামীর মৃত্যু সার্টিফিকেট( Death Certificate) থাকতে হবে।আবেদনকারীনীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার(Bank Account Number) থাকতে হবে।
আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অফলাইনে। ফর্ম আপনি দুয়ারে সরকার ক্যাম্পেও পেয়ে যাবেন কিংবা আপনি B.D.O Office, S.D.O Office & K.MC তে পেয়ে যাবেন। যেখান থেকে ফর্ম সংগ্রহ করবেন সেইখানেই ফর্ম ফিলাপ করে ডকুমেন্টস সহকারে জমা করবেন। তবে আপনি অনলাইন থেকেও ফর্ম ডাউনলোড করে ফিলাপ করে উপরে উল্লেখিত অফিসে জমা করতে পারেন।
আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে :-
১) আধার কার্ড ।
২) ভোটার কার্ড।
৩) রেশন কার্ড।
৪) ইনকাম সার্টিফিকেট।
৫) স্বামীর মৃত্যু সার্টিফিকেট(বিধবা)।
৬) ব্যাঙ্ক পাশ বই।
৭) প্রতিবন্ধী সার্টিফিকেট।
সমস্ত জেরক্সে Self Attested করতে হবে।
অনলাইন থেকে ফর্মএর লিংক 👇
English Form:-
পশ্চিমবঙ্গ (Old Age Pension Application Form Pdf West Bengal):-
প্রতিবন্ধী ভাতা ফরম পশ্চিমবঙ্গ ( Disability Pension Application Form Pdf West Bengal) :-