১. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখ :
বাম স্তম্ভ ডান স্তম্ভ
১.১ জলদাপাড়া (ক) ডলফিন
১.২ খড়গপুর (খ) টেরাকোটার কাজ
১.৩ বিষ্ণুপুর (গ) আইআইটি শিক্ষাকেন্দ্র
(ঘ) গন্ডার
উত্তর:
১.১ জলদাপাড়া → (ঘ) গন্ডার
১.২ খড়গপুর → (গ) আইআইটি শিক্ষাকেন্দ্র
১.৩ বিষ্ণুপুর → (খ) টেরাকোটার কাজ
২. ঠিক বাক্যের পাশে '✓' আর ভুল বাক্যের পাশে 'x' চিহ্ন দাও :
২.১ মানুষের বুদ্ধি হলো একটা সম্পদ।
উত্তর: সত্য (✓)
২.২ দিঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজুবাদাম চাষ হয়।
উত্তর: সত্য (✓)
২.৩ প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হত গান্ধীবুড়ি।
উত্তর: মিথ্যা (x)
৩| একটি বা দুটি বাক্যে উত্তর দাও :-
৩.১ বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কী ক্ষতি হয়?
উত্তর: জমিতে রাসায়নিক কীটনাশক বেশি ব্যবহার করলে জমিতে পরে থাকা অতিরিক্ত কীটনাশক জলে ধুয়ে জলাশয়ে মিশে জল দূষণ করবে। তাছাড়া অতিরিক্ত কীটনাশক ব্যবহারের পর সেই সমস্ত শাক সবজি বা ফল খেলে তার শরীরে ধির বিষক্রিয়া ঘটায়।
৩.২ কী উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল?
উত্তর: দামোদর ভ্যালি কর্পোরেশন বা DVC স্থাপন করা হয়েছিল বন্যা নিয়ন্ত্রণ , বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ , বনসৃজন অঞ্চলের জনগণের আর্থ-সামাজিক উন্নতির উদ্দেশ্যে। তাছাড়াও সেখানে আটকে রাখা জল চাষের কাজে ব্যবহার ও মৎস্য চাষের জন্য ব্যবহার করার উদ্দেশ্যে এই প্রকল্প স্থাপন করা হয়।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ পর্বতের মাথায় বরফ জমে কেন?
উত্তর: নদী, পুকুর ও সমুদ্র ইত্যাদির জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। এর উপরে প্রতি 1000 মিটার তাই 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমতে থাকে। এর ফলে পর্বতের উপরে শীতল আবহাওয়ায় এই জলীয় বাষ্প তুষারপাত ঘটায়। পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলেই সেখানে তুষারপাত হয় এবং তুষার জমে বরফ হয়ে যায়।