📃 পরবর্তী পরীক্ষা জন্যে খুবই গুরত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী 👇
১. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ কোথায় অনুষ্ঠিত হবে ?
Ans: ভারতে ।
২. ISRO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ans: বেঙ্গালুরুতে ।
৩. ব্যাঙ্কের চেকের মেয়াদ কতদিন থাকে ?
Ans: তিন মাস ।
৪. জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় ?
Ans: ২৮ ফেব্রুয়ারী ।
৫. বায়ুতে নাইট্রোজেনের শতকরা ভাগ কত ?
Ans: ৭৮% ।
৬. ভারতের প্রথম ব্যাঙ্কের নাম কি ?
Ans: হিন্দুস্থান ব্যাঙ্ক ।
৭. ভারতে হোমরুল আন্দোলন কে শুরু করেছিলেন ?
Ans: অ্যানি বেসান্ত ।
৮. ওসামা বিন লাদেনকে ধরা এবং হত্যা করার মিশনের নাম কি ছিল ?
Ans: অপারেশন নেপচুন স্পিয়ার ।
৯. All India Services এর পিতা কাকে বলা হয় ?
Ans: সর্দার বল্লভ ভাই প্যাটেল ।
১০. UNFCCC এর পুরো নাম কি ?
Ans: United Nations Framework Convention on Climate Change .
১১. আমাদের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে ?
Ans: ১১ টি ।
১২. দ্বিতীয় গোল টেবিল বইঠক ১৯৩১ সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছিল ?
Ans: সেপ্টেম্বর মাসে ।
১৩. ভারতের সংবিধানের কোন Article এ ভারতের নন-সিটিজেনদের জীবন এবং ব্যাক্তিগত স্বাধীনতার মৌলিক অধিকারের কথা উল্লেখ রয়েছে ?
Ans: Article 21 ।
১৪. DBMS এর পুরো নাম কি ?
Ans: Database Management System .
১৫. মরিচা পড়া রুখতে ধাতুগুলির উপর জিংক অক্সাইডের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কি বলা হয় ?
Ans: গ্যাল্ভানাইজেসন ।
১৬. শনি গ্রহে কোন গ্যাস পাওয়া যায় ?
Ans: হাইড্রোজেন এবং হিলিয়াম ।
১৭. ASCII এর পুরো নাম কি ?
Ans: American Standard Code for Information Interchange .
১৮. সিমলা চুক্তি কত সালে হয়েছিল ?
Ans: ১৯৭২ সালে ।
১৯. ওয়েব ব্রাউজারে ব্রাউজিং স্ক্রিন প্রসারিত করতে কোন শর্ট-কাট কি ব্যাবহার করা হয় ?
Ans: F11 ।
২০. ১৯৮৯ সালে সচিন তেন্ডুলকারের প্রথম টেস্ট ম্যাচের প্রতিপক্ষ দল কি ছিল ?
Ans: পাকিস্তান ।
২১. প্রথম অলিম্পিক গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
Ans: গ্রিসের এথেন্স শহরে ।
২২. চেনব , ঝিলম কোন নদীর উপনদী ?
Ans: সিন্ধু বা ইন্দাস ।
২৩. আমাদের শরীরের কোন অঙ্গ রক্ত থেকে নাইট্রোজেন যুক্ত যৌগ বের করে ?
Ans: কিডনি ।
২৪. মাটি নিয়ে পড়াশুনাকে কি বলে ?
Ans: পেডলজি (Pedology)।
২৫. INS Vikrant ক্ষয়প্রাপ্ত হয়েছিল কত সালে ?
Ans: ১৯৯৭ ।
২৬. রকেট লঞ্চ প্যাড কোথায় অবস্থিত ?
Ans: শ্রীহরিকোটা ।
২৭. বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কার্্যালয় কোথায় অবস্থিত ?
Ans: কোলকাতায় ।
২৮. ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (WTO) কোথায় অবস্থিত ?
Ans: জেনিভা , সুইজারল্যান্ড ।
২৯. ভারত কবে রাষ্ট্রসঙ্ঘে যোগ দিয়েছিল ?
Ans: ১৯৪৫ ।
৩০. কার সমাধিস্থলের নাম শক্তিস্থল ?
Ans: ইন্দিরা গান্ধী ।
৩১. ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে বিচারকের সংখ্যা কত ?
Ans: ১৫ জন ।
৩২. ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্রধান কার্্যালয় কোথায় অবস্থিত ?
Ans: ওয়াশিংটন ডি সি ।
৩৩. আন্তর্জাতিক অলিম্পিক দিবস(International Olympic Day) কবে পালিত হয় ?
Ans: ২৩ শে জুন ।
৩৪. টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
Ans: ব্যাডমিন্টন ।
৩৫. প্রথম ক্রিকেট বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হয়েছিল ?
Ans: ১৯৭৫ সালে ।
https://sarkarichakri21.blogspot.com