100+ India History GK Questions and Answers | India GK Quiz | Indian History GK | Modern History GK
1. কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের ইন্ডিয়া' বা হিন্দুস্থান’ নামকরণ হয়েছে?
উত্তরঃ-সিন্ধু নদী
2. ভারতবর্ষের ‘হিন্দুস্থান’ নামকরণ করেছিলেন কারা?
উত্তরঃ-পারসিকরা
3. ভারতকে 'নৃ-তত্ত্বের যাদুঘর’ বা ‘প্রত্নতাত্ত্বিক যাদুঘর’ আখ্যা কে করেছেন?
উত্তরঃ-ভি. আর্থার স্মিথ
4. প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি?
উত্তরঃ-রাজতরঙ্গিনী
5. আর্যরা কোন জাতির বংশধর?
উত্তরঃ-নর্ডিক জাতি
6. রাজপুতরা কোন জাতির বংশধর?
উত্তরঃ-হুন জাতি
7. ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ’ বলা কেন?
উত্তরঃ-বৈচিত্রের জন্য
8. অর্থ শাস্ত্র কে রচনা করেন?
উত্তরঃ-কৌটিল্য
9. বুদ্ধচরিত কার রচনা?
উত্তরঃ-অশ্বঘোষ
10. হর্ষচরিত কার রচনা?
উত্তরঃ- বানভট্ট
11. ইন্ডিকা’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ- মেঘাস্থিনি
12. ‘রামচরিত’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ- সন্ধ্যাকর নন্দী
13. ‘বিক্রমাঙ্কচরিত' কে রচনা করেন?
উত্তরঃ- বিলহন
14. রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে?
উত্তরঃ- কাশ্মির
15. সর্বপ্রথম কোন বিদেশী দূত ভারতে আসেন?
উত্তরঃ-মেঘাস্থিনিস
16. ইতিহাসের জনক রূপে কে পরিচিত?
উত্তরঃ-হেরোডোটাস
17. রামচরিত মানস গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ-তুলসি দাস
18. এলাহাবাদ প্রশস্তি' কে রচনা করেন?
উত্তরঃ- হরিষেন
19. এলাহাবাদ প্রশস্তি’-তে কোন রাজার কীর্তি বর্ণিত আছে?
উত্তরঃ-সমুদ্রগুপ্ত
20. ভারতীয় সভ্যতা কত প্রাচীন?
উত্তর:-8500 বছর
21. ভারতের সব থেকে প্রাচীন সভ্যতা কোনটি?
উত্তর:-মেহেরগড় সভ্যতা
22. মেহেরগড় সভ্যতা কে আবিস্কার করেন ?
উত্তর:-যা ফ্রঁসোয়া জারিজ
23. মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা ?
উত্তর:-নব্য প্রস্তর যুগ
24. কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছে?
উত্তর:-1974খ্রি
25. মেহেরগড় সভ্যতার প্রকৃতি কেমন ছিল?
উত্তর:-কৃষি কেন্দ্রিক
26. সিন্ধু সভ্যতা / হরপ্পা সভ্যতা কোন যুগের ?
উত্তর:-তাম্র প্রস্তর
27. হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিস্কৃত হয় ?
উত্তর:-1922খ্রি
28. হরপ্পা সভ্যতা / সিন্ধু সভ্যতা কোন প্রকৃতির সভ্যতা?
উত্তর:-নগর সভ্যতা
29. হরপ্পা/সিন্ধু সভ্যতার খনন কার্য কোন্ ভারতীয় পরিচালনা করেন?-
উত্তর:-দয়ারাম সাহানি
30. হরপ্পা সভ্যতার পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কী ?
উত্তর:-লোথাল
31. কে সর্বপ্রথম মহেনজোদারো সভ্যতা আবিষ্কার করেন?
উত্তর:-রাখালদাস বন্দ্যোপাধ্যায়
32. মহেনজোদারো কথাটির অর্থ কী ছিল?
উত্তর:-মৃতের স্তূপ
33. হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
উত্তর:-সিন্ধু
34. হরপ্পা সভ্যতায় ব্যবহৃত ধাতু ছিল—
উত্তর:-তামা, টিন
35. দ্রাবিড় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ?
উত্তর:-হরপ্পা অঞ্চলে
36. হরপ্পা সভ্যতার লিপির নাম কী ছিল?
উত্তর:-সিন্ধু লিপি
37. ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি?
উত্তর:-ঋকবেদ
38. কোন সভ্যতা হরপ্পা সংস্কৃতির পথিকৃৎ ছিল?
উত্তর:-মেহেরগড় সভ্যতা
39. আর্যরা প্রথম কবে ভারতে আসে?
উত্তর:-1500খ্রিঃ
40. আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?
উত্তর:-ঋকবেদ
41. বেদের অপর নাম কী?
উত্তর:-শ্রুতি
42. বেদের কয়টিভাগআছে?
উত্তর:-4টি
43. বেদের কোন অংশকে ‘বেদান্ত বলে ?
উত্তর:-শেষের অংশ
44. গবৈদিক যুগের প্রধান দেবতার নাম কী ছিল?
উত্তর:-আগ্নি
45. আর্যদের বিনিময় প্রথার মাধ্যম কী ছিল?
উত্তর:-গরু
46. বৈদিক সভ্যতার স্রষ্টা কারা ?
উত্তর:-আর্যরা
47. বৈদিক যুগে একজন বিদুষী নারীর নাম লেখ।
উত্তর:-লোপামুদ্রা
48. বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা কী ছিল?
উত্তর:-সংস্কৃত
49. দশ রাজার যুদ্ধ’ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে?
উত্তর:-ঋকবেদ-এ
50. বৌদ্ধধর্মের প্রবর্তক কে ছিলেন?
উত্তর:-বুদ্ধদেব
51. ‘ত্রিপিটক' কাদের ধর্মগ্রন্থ?
উত্তর:-বৌদ্ধদের
52. ত্রিপিটক কোন ভাষায় রচিত?
উত্তর:-পালি
53. আর্যসত্য সম্বন্ধে কে বলেছিলেন?
উত্তর:-বুদ্ধদেব
54. জৈনধর্মের প্রবর্তক কে ছিলেন?
উত্তর:-মহাবীর
55. জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন ?
উত্তর:-ঋষভনাথ
56. শেষ জৈন তীর্থঙ্করের নাম কী ?
উত্তর:-মহাবীর
57. চতুর্যাম’ কে প্রবর্তন করেন?
উত্তর:-পার্শ্বনাথ
58. জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?
উত্তর:-দ্বাদশ অঙ্গ
59. বুদ্ধ’ কথার অর্থ কী?
উত্তর:-জ্ঞানী
60. মহাবীর কোথায় দেহ াগ করেন ?
উত্তর:-পাবানগরীতে
61. গৌতমবুদ্ধ কোথায় দেহ ত্যাগ করেন ?
ত্তর:-কুশিনগরীতেউ
62. ‘নিগম’ কথার অর্থ কী ?
উত্তর: বণিক সংঘ
63. বুদ্ধদেব যেখানে সিদ্ধিলাভ করেন সেই স্থানের নাম কী ?
উত্তর:-বুদ্ধগয়া
64. বুদ্ধদেবের পুত্রের নাম কী ছিল?
উত্তর:-রাহুল
65. অষ্টাঙ্গিক মার্গের অপর নাম কী ?
উত্তর:-অষ্টমার্গ
66. লোখাল কোথায় অবস্থিত?
উত্তর:-গুজরাট
67. মহাজনশব্দের অর্থ হল-
উত্তর:-বৃহত্তম রাজ্য
68. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর পূর্ব ভারতে কয়টি মহাজন পথ ছিল?
উত্তর:-ষোলোটি
69. ষোলোটি মহাজন পদের মধ্যে কোন মহাজন পদ পরবর্তী কালে সাম্রাজ্যে পরিণত হয় ?
উত্তর:-মগধ
70. মগধের রাজা কে ছিলেন ?
উত্তর:-বিম্বিসার
71. কোন বিদেশী জাতি প্রথম ভারত আক্রমণ করে?
উত্তর:-পারসিক
72. পারসিকরা কবে ভারত আক্রমণ করে?
উত্তর:-558 খ্রিস্টপূর্বাব্দে
73. কার উপাধি ছিল কুনিক’?
উত্তর:-অজাত শত্রু
74. অশোক কবে সিংহাসনে বসেন?
উত্তর:-273খ্রিস্টপূর্বাব্দে
75. নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:-মহাপদ্ম নন্দা
76. নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন?
উত্তর:-ধননন্দ
77. মৌর্যবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:-চন্দ্রগুপ্ত মৌর্য
78. চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন?
উত্তর:-324খ্রিস্টপূর্বাব্দে
79. বিম্বিসারকে অমিত্রাঘাত’ উপাধি কারা দেন?
উত্তর:-গ্রীকরা
80. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন বৈদেশিক পর্যটক ভারতে আসেন?
উত্তর:-মেগাস্থিনিস
81. অজাত শত্ৰু কে ছিলেন?
উত্তর:-চন্দ্রগুপ্তের পুত্র
82. ভারতের নৌবিদ্রোহ কবে হয়েছিল?
উত্তর:-1946
83. মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন?
উত্তর:-বৃহদ্রথ
84. মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
উত্তর:-অশোক
85. মৌর্য রাজাদের রাজধানী কোথায় ছিল?
উত্তর:-পাটলিপুত্র
86. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:-সিমুক
87. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন?
উত্তর:-হষর্ঙ্ক বংশের
88. কোন মৌর্যসম্রাটকে “ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট” বলা হয়?
উত্তর:-চন্দ্রগুপ্ত মৌর্য
89. সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর:-গৌতমীপুত্র সাতকর্ণী
90. কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:-কুজুল কোদফিসেস
91. কোন কুষাণ সম্রাট মহেশ্বর’ উপাধি ধারণ করেন
উত্তর:-বিমকোদফিসেস
92. শকাব্দ কে প্রচলন করেন?
উত্তর:-কনিষ্ক
93. শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয়?
উত্তর:-78 খ্রিস্টাব্দে
94. দ্বিতীয় অশক কাকে বলা হয়?
উত্তর:-কনিষ্ক
95. কণিষ্কের সভাকবি কে ছিলেন?
উত্তর:-অশ্বঘোষ
96. কোন রাজবংশের আমলে ‘গান্ধার শিল্পের বিকাশ ঘটে?
উত্তর:-কুষাণ
97. 'শক-যবন-পত্নব-নিসূদন’ হিসাবে কাকে চিহ্নিত করা হয়েছে?
উত্তর:-গৌতমীপুত্র সাতকর্ণী
98. গুপ্তবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:-শ্রী গুপ্ত
99. কোন গুপ্ত সম্রাট ‘পরাক্রমাঙ্ক’ উপাধি গ্রহণ করেন?
উত্তর:-সমুদ্র গুপ্ত
100. ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ?
উত্তর:-সমুদ্রগুপ্ত
101. গুপ্তবংশে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:-275 খ্রিস্টাব্দে
102. ‘গুপ্তাব্দ’ কোন বছর থেকে প্রচলিত হয়?
উত্তর:-320খ্রিস্টাব্দে
103. কনিষ্কের রাজধানী কোথায় ছিল?
উত্তর:-পুরুষপুর বা পেশোয়ার
104. ভারতের রক্ষাকারী রাজা’ কাকে বলা হয়?
উত্তর:-স্কন্দগুপ্ত
106.’নবরত্ন’ কোন গুপ্ত রাজার রাজসভা অলংকৃত করেছিলেন?
উত্তর:-দ্বিতীয় চন্দ্রগুপ্ত
105. সর্বোরাজোচ্ছেত্তা’ উপাধি কে গ্রহণ করেন?
উত্তর:-সমুদ্র গুপ্ত
106.108, শিকারি’ উপাধি কে ধারণ করেন?
উত্তর:-দ্বিতীয়চন্দ্রগুপ্ত
107. কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য’ উপাধি গ্রহণ করেন?
উত্তর:-প্রথম কুমার গুপ্ত
108. আসামে সার্বজনিক সভা কে গঠন করেন?
উত্তর:-জগন্নাথ বড়ুয়া
109. আনজ নীতি কে প্রচার করেন?
উত্তর:-হিটলার
110. ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতির নাম কি?
উত্তর:-ড. সুকর্ন।
111. আনফ্লস নীতির দ্বারা হিটলার কোন্ দেশ দখল করতে চেয়েছিলেন?
উত্তর:-অস্ট্রিয়া
112. আসামের কোন্ অঞ্চল গণভােটের মাধ্যমে পুর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়?
উত্তর:-সিলেট
113. ইয়ং ইটালি কে গঠন করেন?
উত্তর:-ম্যাৎসিনি
114. ইয়ং ইন্ডিয়া গ্রন্থের লেখক কে ছিলেন?
উত্তর:-লালালাজপত রায় ।
115. আবান্তি পত্রিকার সম্পাদক কে?
উত্তর:-মুসোলিনি ।
116. কখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়?
উত্তর:-1911 খ্রিঃ ।
117. আসামের কোন কোন পাহাড় নিয়ে মেঘালয় রাজ্য গঠিত হয়?
উত্তর:-লুসাই পাহাড়, উত্তর কাছার, গারো পাহাড়, খাসি, জয়ন্তিয়া পাহাড়।
118. আবিসিনিয়া কোন মহাদেশে অবস্থিত?
উত্তর:-আফ্রিকা মহাদেশে ।
119. ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে?
উত্তর:-মহাত্মা গান্ধি ।
120. আসামের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর:-গোপীনাথ বরদলই ।
121. আবিসিনিয়ার রাজধানীর নাম কী?
উত্তর:-আদ্দিস আবাবা ।
122. ইয়ং ইন্দিয়া বইটি কে রচনা করেছিলেন?
উত্তর:-মহাত্মা গান্ধি ।
123. ইউনিয়ন অব ডেথ কী?
উত্তর:-একটি সন্ত্রাসবাদী দল ।
124. ইয়ং বেঙ্গল দলের মুখপত্রের নাম কী?
উত্তর:-পার্থেনন ।
125. আমার সংগ্রাম গ্রন্থটি কার লেখা?
উত্তর:-হিটলার ।
126. ইয়ংবেঙল কাদের বলা হয়?
উত্তর:-ডিরজিওর অনুগামীদের ।
127. ইলবার্ট বিল কে চালু করেন?
উত্তর:-স্যার ইদার্ট ।
128. ঈশ্বরচন্দ্রের রচিত একটি গ্রন্থের নাম লেখো।
উত্তর:-বর্ণপরিচয়।
129. উকিল নেহি দলিল নেহি- কথাটি কে বলেছেন?
উত্তর:-মহাত্মা গান্ধি ।
130. উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনের আধুনিক মানুষ কাকে বলা হয়?
উত্তর:-রাজারামমোহনকে ।
131. একজন সংগ্রামশীল জাতীয়তাবাদী নেতার নাম
উত্তর:-বাসুদেব বলবন্ত ফাদকে।
132. এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:-1784 খ্রিঃ ।
133. এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর:-স্যার উইলিয়াম জোন্স। 1784 খ্রিঃ
134. কংগ্রসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়?
উত্তর:-নাগপুর অধিবেশনে ।
135. কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়?
উত্তর:-বোম্বাই অধিবেশনে ।
136. কংগ্রেসের তৃতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
উত্তর:-বদরুদ্দিন তায়েবজি ।
137. কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে?
উত্তর:-দাদাভাই নৌরজি ।
138. কত খ্রিষ্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়?
উত্তর:-1835 খ্রিঃ।
139. কত খ্রিষ্টাব্দে খিলাফত দিবস পালিত হয়?
উত্তর:-1919 খ্রিঃ 17অক্টোবর ।
140. কত খ্রিষ্টাব্দে জাপান মারিয়া দখল ক্রে?
উত্তর:-1931 খ্রিঃ ।
141. কত খ্রিষ্টাব্দে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়?
উত্তর:-1972খ্রিঃ ।
142. কত খ্রিষ্টাব্দে ত্রিপুরায় প্রথম সাধারণ নির্বাচন হয়?
উত্তর:-1951-52 খ্রিঃ।
143. কত খ্রিষ্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল?
উত্তর:-1918খ্রিঃ ।
144. কত খ্রিষ্টাব্দে মনিপুর পুর্নাজ্যের মর্যাদা লাভ করে?
উত্তর:-1972 খ্রিঃ ।
145. কত খ্রিষ্টাব্দে রিফরম্ অ্যাক্ট চালু হয়?
উত্তর:-1832 খ্রিঃ ।
146. কত খ্রিষ্টাব্দে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়?
উত্তর:-1829 খ্রিঃ ।
147. কত খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর:-1882 খ্রিঃ ।
148. কত খ্রিস্টাব্দে মন্টেগো চেমসফোর্ট সংস্কার আইন পাশ হয়?
উত্তর:-1919খ্রিঃ ।
149. কত সালে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়?
উত্তর:-1914-18 খ্রিঃ ।
150. কত সালে বঙ্গভঙ্গ ঘোষিত হয়?
উত্তর:-1905 খ্রিঃ ।
151. কত সালে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়?
উত্তর:-1906 খ্রিঃ 16ই অক্টোবর।
152. কত সালে সতীদাহপ্রথা উচ্ছেদ হয়?
উত্তর:-1829 খ্রিঃ ।
153. ৪৩৫. কবে কাদের মধ্যে মিউনিখ চুক্তি সম্পাদিত হয়?
উত্তর:-মুসোলিনির উদ্যোগে এংলা-ফ্রান্স জার্মানির মধ্যে ।
154. কবে কার সভাপতিত্বে কংগ্রেসের ৩য় অধিবেশন অনুষ্ঠিত হয়?
155. উত্তর:-বদরুদ্দিন তায়েবজি 1887খ্রিঃ
156. কবে খিলাফত দিবস পালিত হয়?
উত্তর:-1919 খ্রিঃ 17 অক্টোবর
157. কবে প্রতক্ষ্য সংগ্রামের ডাক দেওয়া হয়?
উত্তর:-1946 খ্রিঃ 16 ই আগস্ট
158. কবে পাকিস্তানের জন্ম হয়?
উত্তর:-1947 সালের 14 আগস্ট
159. কবে ভগৎ সিং এর ফাঁসি হয় ?
উত্তর:-1931
160. কবে ভারতের স্বাধীনতা আইন পাশ হয়?
উত্তর:-1947 খ্রিঃ 4 ঠা জুলাই
161. কবে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংবিধান প্রস্তাবনায় যুক্ত হয়?
উত্তর:-1976 খ্রিঃ 42তম সংবিধান সংশোধনীতে
162. কবে সেরাজেভো হত্যাকাণ্ড ঘটনা ঘটে?
উত্তর:-1914 খ্রিঃ
163. কয়টি রাষ্ট্রকে নিয়ে প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়?
উত্তর:-51 টি।
164. ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে?
উত্তর:-1946 খ্রিঃ
165. করেঙ্গে ইয়া মরেঙ্গে উক্তিটি কার?
উত্তর:-মহাত্মা গান্ধি
166. কলকাতা এশিয়াটিক ওসাইটি কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:-1784 খ্রিঃ
167. কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে?
উত্তর:-চিত্তরঞ্জন দাশ
168. কাকে বাংলার বিপ্লববাদের জনক বলা হয়?
উত্তর:-প্রমথ নাথ মিত্র কে
169. কাকে ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয়?
উত্তর:-বাসুদেব বলবন্ত ফাদকে
170. কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়?
উত্তর:-মাদাম কামা
171. কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়?
উত্তর:-বি. আর. আম্বেদকর
172. কাকে ভারতের জাতির জনক বলা হয়?
উত্তর:-মহাত্মা গান্ধি।
173. কাকে ভারতের বির্ক বলা হয়?
উত্তর:-সর্দার বল্লভভাই প্যাটেল
174. কাকে ভারতের মহান বৃদ্ধ বলা হয়?
উত্তর:-দাদাভাই নৌরজী
175. কাকে রাষ্ট্রগুরু উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর:-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
176. কার সভাপতিত্বে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর:-রিবেনট্রপ
177. কার সম্পাদনায় ‘হিন্দুপেট্রিয়ট পত্রিকা সম্পাদিত হয়?
উত্তর:-হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়
178. কার্বোনারি দলের দুজন নেতার নাম লেখো
উত্তর:-মাৎসিনি, ও গ্যারিবল্ডি
179. কার্বোনারী দলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:-লেনিন
180. কার্লাইল সার্কুলার কে জারী করেন?
উত্তর:-সি.ডব্ল.কার্লাইল
181. কারা কবে কাবুলে মুক্ত ভারত সরকার গঠন করেছিলেন?
উত্তর:-1915খ্রিঃ মৌলানা বরকতুল্লা ও রাজা মহেন্দ্রপ্রতাপ
182. কারা কবে মিত্রমেলার প্রতিষ্ঠা করেন?
উত্তর:-গণেশ সাভারকর ও দামোদর সাভারকর। 1899খ্রিঃ
183. কত খ্রিষ্টাব্দে মন্তেগু চেমসফোর্ট সংস্কার আইন পাশ হয়?
উত্তর:-1919 খ্রিঃ
184. ইয়ংবেঙল দল কে গঠন করেন?
উত্তর:-ডিরোজিও
185. ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর:-1954 খ্রিঃ
186. ইল দুচে কার উপাধি ছিল?
উত্তর:-মুসোলিনি।
187. কত খ্রিষ্টাব্দে ‘অসম অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়?
উত্তর:-1905 খ্রিঃ
188. কত সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়?
উত্তর:-1913 খ্রিঃ
189. কত সালে নৌ বিদ্রোহ ঘটে?
উত্তর:-1946 খ্রিঃ
190. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:-1857 খ্রিঃ।
***†************†*******†*************†*******
India History GK Questions and Answers