ব্লক অফিসে গ্রূপ-সি কর্মী নিয়োগ 2022 । আবেদন পদ্ধতি দেখে নিন ।
Notice for engagement of Gram Rojgar Sahayak under Ranibandh Block, Memo No –1089/1(19)/BDO/Rani/22, Dated- 21/03/2022
Download the attachment for detailed information
পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ ব্লক ডেভেলপমেন্ট অফিসে গ্রাম রোজগার সহায়ক পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে প্রার্থী নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে।
West Bengal Block Development Office Recruitment 2022.
✅ পদের নাম- গ্রাম রোজগার সহায়ক (GRS)।
মোট শূন্যপদ- ৪ টি।
বয়স- আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে অথবা ভোকেশনাল স্ট্রিমে অন্ততপক্ষে ৫৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ। উচ্চ মাধ্যমিকে পদার্থবিদ্যা, ও গণিত পড়ে থাকতে হবে। সঙ্গে ৬ মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ১২,০০০ টাকা।
আবেদন পদ্ধতি- অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে তা মুখ বন্ধ খামে ভরে তার সঙ্গে ৫ টাকার ডাকটিকিট লাগিয়ে উল্লিখিত ঠিকানায় জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা হল - The Program Officer and Block Development Officer, Ranibandh Bankura.
আবেদন ফী- কোনো প্রকার আবেদন মূল্য নেই ।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যোগ করতে হবে তা নিম্নোক্ত-
১) উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড/জন্ম সার্টিফিকেট।
২) উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।
৩) ভোটার কার্ড।
৪) ছয় মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।
৫) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
৬) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ফটো।
নিয়োগের স্থান- বাঁকুড়া জেলার অন্তর্গত রানিবাঁধ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রাম রোজগার সহায়ক নিয়োগ করা হবে। রানিবাঁধ গ্রাম পঞ্চায়েত- ১ টি, অম্বিকানগর গ্রাম পঞ্চায়েত- ১ টি, রাজাকোটা গ্রাম পঞ্চায়েত- ১ টি, হলুদকানালি গ্রাম পঞ্চায়েত- ১ টি করে শূন্যপদ রয়েছে। আবেদনকরীকে অবশ্যই রানিবাঁধ ব্লক এরিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন করার শেষ তারিখ- ২৯/০৩/২০২২, শনিবার,রবিবার ও সমস্ত ছুটির দিন বাদ দিয়ে বাকি সমস্ত দিন আবেদনপত্র জমা দেওয়া যাবে।
✅ Official Website Link
✅ Official Notification Download Link
✍️ বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।