আশা কর্মী নিয়োগ 2022, দেখে নিন আবেদন পদ্ধতি।
মহিলা প্রার্থীদের জন্য আবারও এক বিরাট সুখবর। পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় চুক্তির ভিত্তিতে পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে আশা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতি মধ্যে প্রকাশিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি এবং অন্যান্য সমস্ত তথ্য নিচে দেওয়া হল।
West Bengal Asha Karmi Recruitment 2022.
আশা কর্মী নিয়োগ 2022 [ASHA]
পদের নাম- আশা কর্মী।
মোট শূন্যপদ- 14 টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। শুধুমাত্র বিবাহিতা/বিধবা/আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলা প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স- 01/01/2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র নির্দিষ্ট ভাবে পূরণ করে সংশ্লিষ্ট বি. ডি. ও অফিসে জমা দিতে হবে।
♻️আবেদনপত্র পাওয়া যাবে 👉 09/03/2022 তারিখ থেকে সংশ্লিষ্ট বি. ডি. ও এবং বি.এম.ও.এইচ অফিস থেকে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- 24/03/2022 তারিখ বিকাল ৫ টা পর্যন্ত।
নিয়োগের স্থান- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার অন্তর্গত তিনটি ব্লকে (বালুরঘাট ব্লক, তপন ব্লক, কুমারগঞ্জ ব্লক) এই আশা কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদের বিভাজন - মোট ১৪ টি শূন্যপদের মধ্যে 📌বালুরঘাট ব্লক এলাকায় ২ টি শূন্যপদ, 📌তপন ব্লক এলাকায় ৯ টি শূন্যপদ এবং 📌কুমারগঞ্জ ব্লক এলাকায় ৩ টি শূন্যপদ রয়েছে।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টের জেরক্স জমা দিতে হবে সেগুলো হল -
১) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
২) মাধ্যমিকের সার্টিফিকেট ও মার্কশিট।
৩) এলাকার বাসিন্দা হিসাবে ভোটার আইডেন্টি কার্ড অথবা রেশন কার্ড।
৪) কাস্ট সার্টিফিকেট।
৫) সম্প্রতি তোলা সেলফ স্টার্ট করা দুই কপি পাসপোর্ট সাইজ ফটো।
✅ Official website Link
▶️ Notice Download
📌বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।