কুমােরে-পােকার বাসাবাড়ি গােপালচন্দ্র ভট্টাচার্য কুমোরে গল্পের প্রশ্ন উত্তর। কুমোরে পোকার বাসা বাড়ি গল্পের প্রশ্ন উত্তর ।
কুমােরে-পােকার বাসাবাড়ি
গােপালচন্দ্র ভট্টাচার্য
১.১ গােপালচন্দ্র ভট্টাচার্য বাংলা ভাষায় কী ধরনের লেখা লেখির জন্য স্মরণীয় হয়ে আছেন?
উত্তর। গােপালচন্দ্র ভট্টাচার্য বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনার জন্য স্মরণীয় হয়ে আছেন।
১.২ তার লেখা একটি বইয়ের নাম লেখাে।
উত্তর। তার লেখা একটি বইয়ের নাম হল 'বাংলার মাকড়সা।
২. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :
২.১ কুমােরে-পােকার চেহারাটি কেমন?
উত্তর। কুমােরে-পােকার চেহারাটি লিকলিকে। গায়ের রং আগাগােড়া মিশমিশে কালাে এবং শরীরের মধ্যস্থলের বোঁটার মতাে সরু অংশটি হলদে।
২.২ কুমােরে-পােকা কী দিয়ে বাসা বানায়?
উত্তর। কুমােরে-পােকা নরম কাদা মাটি দিয়ে বাসা বানায়।
২.৩ কোনাে অদৃশ্য স্থানে কুমােরে-পােকা বাসা বাঁধছে—তা কীভাবে বােঝা যায় ?
উত্তর। কোনাে অদৃশ্য স্থানে কুমােরে-পােকা বাসা বাঁধছে সেটা বােঝা যায় যখন তীক্ষ্ণস্বরে একটানা গুনগুন শব্দ করতে থাকে।
২.৪ মাকড়সা দেখলেই কুমােরে-পােকা কী করে?
উত্তর। কোনােরকমে মাকড়সাকে একবার চোখে দেখলে কুমােরে-পােকা ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে। শরীরে হুল ফুটিয়ে তার শরীরে বিষ ঢেলে দিয়ে মাকড়সাকে অসাড় করে দেয়। কোনাে কোনাে মাকড়সাকে পাঁচ-সাতবার পর্যন্ত হুল ফুটিয়ে থাকে।
৩. নীচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্য করাে :
লম্বাটে, স্থান, নির্বাচিত, নির্মাণ, সঞ্চিত।
বিশেষ্য। বিশেষণ। বিশেষ্য। বিশেষণ
লম্বা , লম্বাটে , নির্মাণ, নির্মিত।
স্থান, স্থানীয়, সঞ্চয়, সঞ্চিত।
নির্বাচন , নির্বাচিত।
৪. নীচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে বের করাে :
৪.১ বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়।
উত্তর। অনুসর্গ—জন্য।
৪.২' সেই স্থান থেকে নির্বাচিত স্থানে যাতায়াত করে রাস্তা চিনে নেয়।
উত্তর। অনুসর্গ—থেকে।
৪.৩ সেই স্থানে কাদামাটি চাপা দিয়ে দেখেছি।
উত্তর। অনুসর্গ—দিয়ে।
৫. উপযুক্ত প্রতিশব্দ পাঠ থেকে খুঁজে লেখাে :
নির্মাণ, উপযােগী, ভরতি, সন্ধান, ক্ষান্ত।
উত্তর। শব্দ 👉প্রতিশব্দ - শব্দ 👉 প্রতিশব্দ।
নির্মাণ 👉তৈরি। সন্ধান 👉খোজ।
উপযােগী 👉উপযুক্ত । ক্ষান্ত 👉 নিরস্ত।
ভরতি 👉পূর্ণ।
৬. তুমি প্রতিদিন পিপড়ে, মৌমাছি, মাকড়সা প্রভৃতি কীটপতঙ্গ তােমার চারপাশে দেখতে পাও। তাদের মধ্যে কোনাে একটিকে পর্যবেক্ষণ করা, আর তার চেহারা, স্বভাব, বাসা বানানাের কৌশল ইত্যাদি খাতায় লেখাে।
উত্তর। কীটপতঙ্গের নাম - মৌমাছি।
কোথায় দেখেছ - গাছের শাখায়/গাছের কোঠরে।
চেহারা/গায়ের রং - ছােটো আকৃতির/দেহ হলদে, ডানা ধূসর রঙের
কীভাবে চলে - সাধারণত উড়ে বেড়ায়, বুকের উপর ভর দিয়ে চলে।
কী খায়- ফুলের রস/মধু।
বিশেষ বৈশিষ্ট্য - ফুল থেকে মধু সংগ্রহ করে, শরীরের প্রান্তভাগে হুল আছে।
বাসাটি দেখতে কেমন - গােলাকৃতি।
কীভাবে বানায় - মুখের লালা দিয়ে।
*************************************************