হাইনরিখ হাইনে
অনুবাদঃ- সৌমেন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন গুলির উত্তর দাওঃ-
১.১। কবির জন্মস্থান কোথায়?
উঃ- জার্মানির নদী তীরবর্তী ডুসেলডর্ফ শহরে কবি হাইনরিখ হাইনে জন্মগ্রহন করেন।
১.২। কবি হাইন এর লেখা দুটি কবিতা বইয়ের নাম লেখ।
উঃ- কবি হাইন এর লেখা দুটি কবিতা বই "জার্মানি এক শীতের রুপকথা" এবং "উত্তর সাগর গীতিকা"।
১.৩। কবি হাইন এর লেখা গ্রন্থের নাম লেখো।
উঃ- কবি হাইন এর লেখা গ্রন্থগুলি হল "ধর্মের ইতিহাস" এবং "ফরাসি পরিস্থিতি"।
ঠিক উত্তরে চিহ্ন দাওঃ
২.১। (উত্তরে / দক্ষিনে / পশ্চিমে) বুনো নগ্ন পাহাড়ে দাঁড়িয়ে।
উঃ- উত্তরে।
২.২। যেন বরফের (সোনালি / রুপালি / সবুজে) কাপড় পড়ে...।
উঃ- রুপালি।
২.৩। মরু তটে দাঁড়িয়ে রয়েছে (পাইন / পাম / খেজুর) গাছ।
উঃ-পাম গাছ।
২.৪। জার্মান ভাষায় কবিতা লেখেননি (গোয়ঠে / রিলকে / শেক্সপিয়র)।
উঃ- শেক্সপিয়র।
৩.১। পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়?
উঃ- পাইন গাছ সাধারণত "পাহাড়ি" অঞ্চলে দেখতে পাওয়া যায়।
৩.২। পাইন গাছ কি ধরনের পোশাক পড়ে আছে বলে কবির মনে হয়?
উঃ- কবির মনে হয়েছে পাইন গাছ "বরফের রুপালি কাপড়" পড়ে দাঁড়িয়ে আছে।
৩.৩। পামগাছ কোথায় দাঁড়িয়ে আছে?
উঃ- পামগাছ মরুতটে দাঁড়িয়ে আছে।
৩.৪। পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে?
উঃ- তুষারাবৃত পাহাড়ে দাঁড়িয়ে পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে।
নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখঃ
৪.১। পাম গাছের বুক বেদনায় ভরা কেন?
উঃ- মরুতটে পাম গাছ সূর্যকিরণে দগ্ধ হয়ে , উষ্ণ মরুভুমিতে দাঁড়িয়ে থাকে। তাকে অনেক গরম সহ্য করতে হয়। ঠাণ্ডার একটু অনুভব পাওয়া যায় না তাকে অনেক কষ্ট সহ্য করতে হয় তাই তার বুক বেদনায় ভরা।
৪.২। পাইন গাছ কি স্বপ্ন দেখে ?
উঃ- বরফঢাকা পাহাড়ে পাইন গাছ, মরুতটে দাঁড়িয়ে থাকা পাম গাছের মতো সকালের সূর্য ওঠার স্বপ্ন দেখে।
৪.৩। বরফের দেশে পাইন গাছ মরুভুমি পাম গাছের স্বপ্ন দেখে কেন?
উঃ- অবস্থান জনিত কারনে বরফের দেশে পাহাড়ে পাইন গাছ জন্মায়।সেখানে সকালে সূর্য আলো পায় না। আর পাম গাছ বালির মধ্যে জন্মায়, যেখানে সকালে সূর্য অথে।সেই সকালের সূর্য উঠার আনন্দ , বরফের দেশে পাইন গাছ মরুভুমির পাম গাছের স্বপ্ন দেখে।
৫। 'মরুভূমি' ও 'মরুতট' শব্দ দুটি লক্ষ করো ঃ
+ ভূমি → মরুভূমি
মরু
+ তট → মরুতট
একইভাবে 'সূর্য' ও 'নয়ন' এর সঙ্গে একাধিক শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করো।
উঃ- + আলোক → সূর্যালোক
সূর্য
+ রশ্মি → সূর্যরশ্মি
+ তুলি → নয়নতুলি
নয়ন
+ তারা → নয়নতারা