রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন | West Bengal Health Department Group- C Recruitment.
পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম- হসপিটাল এটেনডেন্ট।
শূন্যপদ- ২ টি।
বেতন- ১০,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস সঙ্গে হসপিটালে কাজ করার দু বছরের অভিজ্ঞতা।
বয়স- প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম- ল্যাব টেকনিশিয়ান।
শূন্যপদ- ২ টি।
বেতন- ২২,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা- পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, অংক/ জীববিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ এবং যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি (DMLT)/ ল্যাবরেটরি টেকনিক (DLT) নিয়ে ডিপ্লোমা করে থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম- টেকনিক্যাল সুপারভাইজার,BCSU, ব্লাড সার্ভিস (NHM)
শূন্যপদ- ১ টি।
বেতন- মাসে ২২,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা- পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, অংক/ জীববিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ এবং যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি (DMLT)/ ল্যাবরেটরি টেকনিক (DLT) নিয়ে ডিপ্লোমা করে থাকতে হবে।
MLT/ PGDMLT/ BMLT/ DMLT/ DLT নিয়ে স্নাকোত্তর সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
বয়স- প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম- ল্যাব টেকনিশিয়ান।
শূন্যপদ- ১ টি।
বেতন- মাসে ২২,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা- পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, অংক/ জীববিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ এবং যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি (DMLT)/ ল্যাবরেটরি টেকনিক (DLT) নিয়ে ডিপ্লোমা করে থাকতে হবে।
MLT/ PGDMLT/ BMLT/ DMLT/ DLT নিয়ে স্নাকোত্তর সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
বয়স- প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম- GNM (থালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম)
শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে জিএনএম (GNM) কোর্স করে থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ২৫,০০০ টাকা সঙ্গে ওয়াশিং ভাতা হিসেবে ৩০০ টাকা।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The Chief Medical Officer of Health, Nadia & Secretary, District Health and Family Welfare Samity,5,D. L. Roy Road, PO- Krishnagar, District- Nadia, Pin- 741101
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নীচের লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০২১।
📌 Official Notice Link
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।