রাজ্যে ক্লার্ক পদে চাকরিতে নিয়োগ , উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন।institute of catering technology and nutrition recruitment 2021

4.94 Download
Note: To prevent users from installing apk files from outside, Google Play has now added a warning when installing apks & mods. PlayProtect will tell you the file is harmful. Simply, just click “Install anyway (unsafe)”.
Grand Theft Auto V / GTA 5 v2.00 APK + MOD (Beta)

Information

Nameরাজ্যে ক্লার্ক পদে চাকরিতে নিয়োগ , উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন।institute of catering technology and nutrition recruitment 2021
Category

 

রাজ্যে ক্লার্ক পদে চাকরিতে নিয়োগ , উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন।



রাজ্যে কেন্দ্রীয় সরকারের গ্রূপ-সি কর্মী নিয়োগ। উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। প্রার্থী নিয়োগ করা হবে কলকাতার ক্যাটারিং টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন প্রতিষ্ঠানে। ইনস্টিটিউট অফ ক্যাটারিং টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন হলো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)।

শূন্যপদ- মোট ৪ টি। (জেনারেল- ২,জেনারেল (PH)- ১,OBC- ১)

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটারের প্রতি মিনিটে ৪০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এছাড়া MS- Word,MS- Excel ইত্যাদি বিষয়ে অন্ততপক্ষে একবছরের কাজ করার অভিজ্ঞতা এবং হিন্দি টাইপ করার দক্ষতা থাকতে হবে

বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতন- ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।

নিয়োগ পদ্ধতি- স্কিল টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট লেকচার কাম অ্যাসিস্ট্যান্ট ইন্সট্রাক্টর।

শূন্যপদ- মোট ৮ টি। (জেনারেল- ৪,EWS- ১,OBC- ২,ST- ১)

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয় থেকে হসপিটালিটি/ ট্যুরিজম নিয়ে স্নাতকোত্তর অথবা MBA করে থাকতে হবে সঙ্গে হোটেল অ্যাডমিনিস্ট্রেশন/ হসপিটালিটি ম্যানেজমেন্ট/ হোটেল ম্যানেজমেন্ট হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন/ কুলিনারি আর্টস/ কুলিনারি সাইন্সে অন্ততপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ তিন বছরের ডিপ্লোমা/ ফুলটাইম ডিগ্রি করে থাকতে হবে।PHD এবং হোটেলে অন্ততপক্ষে ছয় মাসের কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন- ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।

নিয়োগ পদ্ধতি- স্কিল টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।

পদের নাম- হিন্দি ট্রান্সলেটর।

শূন্যপদ- মোট ১ টি।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি সঙ্গে ইংরেজি নিয়ে স্নাতকোত্তর অথবা ইংরেজি সঙ্গে হিন্দি নিয়ে স্নাকোত্তর করে থাকতে হবে। রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকারের কোনো অফিসে হিন্দি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার কাজের উপর দু বছরের কাজের অভিজ্ঞতা এবং প্রতি মিনিটে ৩৫ টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকলে কাজে অগ্রাধিকার পাবেন।

বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতন- ২৫,০০০ টাকা।

কাজের সময়সীমা- হিন্দি ট্রান্সলেটর পদের ক্ষেত্রে কাজের সময় সকাল ৯ টা থেকে বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে।

নিয়োগ পদ্ধতি- পার্সোনাল ইন্টারভিউ এবং স্কিল টেস্ট এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।


আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.ihmkol.org এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীর আবেদন পত্র পূরণ করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীকে সেল্ফ অ্যাটেস্টেড করা পাসপোর্ট সাইজ ফটো এবং অন্যান্য প্রয়োজনীয় নথি স্ক্যান করে কাছে রাখতে হবে।

আবেদন করার শেষ তারিখ- এই অ্যাডভার্টাইজমেন্ট পাবলিকেশন হওয়ার ২০ দিনের মধ্যে আবেদন করতে হবে।

আবেদন ফি- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। Name of Bank account- INS OF HOTEL MAN CAT TEC & APP NUT (CAL) S, Name of Bank- HDFC, New Alipore Branch, Account no- 50100189547716, IFSC Code- HDFC0000040, এই একাউন্ট -এ আবেদন ফী জমা দিতে হবে।


📌Official Notice Link : Download 

📌Apply Now Link : Click 


বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।



Mới hơn Cũ hơn
Gangstar Vegas v6.8.0e MOD APK + OBB (Unlimited Money/VIP 10)
Poppy Playtime Chapter 1 v1.0.8 APK (Full Game)