কেন্দ্রীয় কৃষি দপ্তরে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।
কৃষি দপ্তরের ‘ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইন্সটিটিউট’ (IARI)এ অনেকগুলি শুন্যপদ থাকায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় এতে আবেদন করা যাবে। তাই যাদের যোগ্যতা মাধ্যমিক পাশ তাদের জন্য এটি একটি ভালো সুযোগ হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, এটি সারা ভারতব্যাপী চাকরির ভ্যাকান্সি। তাই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকেও ছেলে-মেয়ে সকল চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
Indian Agricultural Research Institute Recruitment 2022
নোটিশ নম্বরঃ 1-1/2021/Rectt. Cell/Technical (CBT)
নোটিশ প্রকাশ : 18.12.2021
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ টেকনিশিয়ান (Technician)
বেতনঃ পে লেভেল ৩ অনুযায়ী প্রতি মাসে 21,700-69,100 টাকা।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করতে হবে ১০ জানুয়ারি ২০২১ তারিখ অনুযায়ী। SC, ST শ্রেনিরা পাঁচ বছরের এবং OBC শ্রেনিরা তিন বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে।
শূন্যপদঃ 641 টি
পরীক্ষার সেন্টারঃ
ভারতের সমস্ত রাজ্যেই এই চাকরির পরীক্ষার সেন্টার আছে। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা- বর্ধমান, দূর্গাপুর, কল্যাণী, কোলকাতা, শিলিগুড়ি, আসানসোল, সিউড়ি এবং হাওড়ায় পরীক্ষা দিতে পারবে।
নিয়োগ প্রক্রিয়াঃ লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
পরীক্ষার সিলেবাসঃ
মোট ১০০ নম্বরে MCQ টাইপের প্রশ্নের পরীক্ষা হবে, যার সময়সীমা থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট।
আবেদন পদ্ধতিঃ
চাকরিপ্রার্থীরা ‘ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইন্সটিটিউট’ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে আবেদন করার লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর সঠিক তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে এবং শেষে আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফিঃ
UR, OBC এবং EWS শ্রেনিদের জন্য আবেদন ফি লাগবে 1000 টাকা। মহিলা, ST, SC, ExSm, PwD শ্রেনিদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 300 টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু 18.12.2021
আবেদন শেষ 10.01.2022
🔰 অফিসিয়াল ওয়েবসাইট
🔰 অফিসিয়াল নোটিশ ডাউনলোড
🔰 অনলাইনে আবেদন করার লিংক
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে, নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বুঝে নেবেন।