রাজ্যে বন্ধন ব্যাংকে গ্রুপ-সি নিয়োগ | Bandhan Bank Recruitment 2022
ছেলে-মেয়ে সকল চারকরিপ্রার্থীদের জন্য বন্ধন ব্যাংকে চাকরির দারুন একটি আপডেট। পশ্চিমবঙ্গের বন্ধন ব্যাংকের বিভিন্ন শাখায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারত সরকার পরিচালিত ‘ন্যাশনাল কেরিয়ার সার্ভিস’ (NCS) এর অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশে চাকরি করতে ইচ্ছুক ব্যাক্তিরা আবেদন করতে পারবেন। কোনো অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।
Bandhan Bank Recruitment 2022
জব আইডিঃ 16P80-1414363274041J
নোটিশ প্রকাশ 25.11.2021
পদের নামঃ বন্ধন ব্যাংক ব্যাক অফিস কোঅর্ডিনেটর (Bandhan Bank Back Office Coordinator)
বেতনঃ প্রতি মাসে 14,500 – 22,300 টাকা
বয়সসীমাঃ ১৮ থেকে ২৯ বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে। বয়সের হিসেব করবেন 25.11.2021 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। এতে কোনো অভিজ্ঞতার দরকার নেই অর্থাৎ ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
শূন্যপদ : 35 টি
কাজের ধরনঃ ফুল টাইম কাজ ।
নিয়োগের স্থানঃ দূর্গাপুর, নৈহাটি, মেদিনীপুর, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ এবং হাবরা-I
নিয়োগ প্রক্রিয়াঃ
শুধুমাত্র ইন্টারভিউ (Walk in Interview) এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনো ধরনের লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
আবেদন প্রক্রিয়াঃ
ন্যাশনাল কেরিয়ার সার্ভিস (NCS) এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.ncs.gov.in) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার পর আবেদনকারীকে তার একটি CV অর্থাৎ বায়োডাটা লিখে নোটিশে থাকা হোয়াটসআপ নম্বরে পাঠাতে হবে। অনলাইনে আবেদন করার লিংক প্রতিবারের মতো আজকেও নিচে পেয়ে যাবেন।
আবেদন ফিঃ
নোটিশে আবেদন ফি সম্পর্কে কিছু জানানো হয়নি। তাই আবেদন করার পর চাকরির জন্য কোনো টাকা চাইলে দয়া করে দেবেন না।
N.B (এই চাকরির নোটিশটি কেন্দ্র সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস’ (NCS) এর অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হওয়ায় আমরা এই বিষয়ে পোষ্ট করলাম)।
আবেদন শুরু হয়েছে 25.11.2021
আবেদন শেষ তারিখ 30.12.2021।
✓গুরুত্বপূর্ণ লিংক
🔰বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট
🔰অফিসিয়াল নোটিশ
🔰 ন্যাশনাল কেরিয়ার সার্ভিস এর ওয়েবসাইট
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ থেকে নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বুঝে নেবেন।