Naihati Municipality Recruitment 2021 | নৈহাটি মিউনিসিপালিটিতে নিয়োগ, আবেদন করার ফর্ম ডাউনলোড
উত্তর ২৪ পরগণা জেলার নৈহাটি পৌরসভা (Municipality) থেকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ আপনি হয়ত জানেন যে, ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন পৌরসভায় হেলথ ওয়ার্কার (HHW) পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে৷
Naihati Municipality Recruitment 2021
নোটিশ প্রকাশ 21.09.2021
নোটিশ মেমো নম্বর: 1831/MC-11
পদের নাম: হেলথ ওয়ার্কার বা Honorary Health Worker (HHW)
শূন্যপদ - 6 টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ হতে হবে৷ তবে উচ্চ শিক্ষিত হলেও এক্ষেত্রে আবেদন করতে পারবেন৷
বেতন: প্রতি মাসে 4500 টাকা।
বয়স : আবেদনকারীর বয়স 01.01.2021 তারিখ অনুযায়ী 30-40 বছরের মধ্যে হতে হবে৷ ST, SC এবং OBC শ্রেনিদের বয়স 22-40 বছরের মধ্যে হলেই তারা আবেদন করতে পারবে৷
আবেদন ফি: কোনো আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতি: একটি ফর্ম ফিল আপ করে নৈহাটি পৌরসভার অফিসে জমা দিয়ে আবেদন করতে হবে৷ আবেদন করার ফর্মটি অফিসিয়াল নোটিশেই দেওয়া রয়েছে৷ তাই নোটিশ থেকে ফর্মটি এ4 পেজে প্রিন্ট করতে হবে৷ তারপর ফর্মটি ফিল আপ করে সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট জুড়ে দিয়ে খামে ভরে পৌরসভার অফিসে পাঠাতে হবে৷
আবেদনপত্রের সাথে যেসব ডকুমেন্টস জমা দিতে হবে সেগুলি হলো-
১) বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড)
২) আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড
৩) মাধ্যমিক পরীক্ষার মার্কশিট
৪) জাতিগত শংসাপত্র (প্রযোজ্য হলে)
৫) ম্যারেজ সার্টিফিকেট/ বা আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড যেখানে আবেদনকারীর স্বামীর নাম উল্লেখ আছে।
৬) স্বামীর মৃত্যু শংসাপত্র (প্রযোজ্য হলে)
৭) বিবাহ বিচ্ছিন্ন শংসাপত্র (প্রযোজ্য হলে)
উপরোক্ত ডকুমেন্টসগুলির Self Attested করা জেরক্স কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
Notice : বিবাহিত/বিবাহ বিচ্ছিন্না/বিধবা মহিলারাই কেবলমাত্র এতে আবেদন করতে পারবেন৷ তার সাথে আবেদনকারীকে অবশ্যই নৈহাটি পৌরসভার বাসিন্দা হতে হবে৷
আবেদন শুরু হয়েছে 21.09.2021 এবং
আবেদন শেষ তারিখ 26.10.2021 ।
🔰Official website - Link
🔰Notice Download - Link
Naihati Municipality Recruitment 2021
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।