The New India Assurance Limited Recruitment 2021 | নিউ ইন্ডিয়া কোম্পানিতে কর্মী নিয়োগ ২০২১
‘দি নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স লিমিটেড’ কোম্পানীতে লোক নিয়োগের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছ। 300 টি শূন্যপদে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে নিয়োগটি করা হবে। এটি মূলত সারা ভারতব্যাপী জব ভ্যকান্সি তাই পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার ছেলে-মেয়ে সকল চাকরিপ্রার্থীরা আবেদন করতে পাবে।
The India Assurance Company Recruitment 2021
নোটিশ নম্বরঃ CORP. HRM/AO/2021
নোটিশ প্রকাশ 24.08.2021
আবেদনে :- অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ- অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার- ADMINISTRATIVE OFFICERS (GENERALISTS SCALE-I)
শুন্যপদঃ- 300 টি । (UR-121,OBC-81,SC-46, ST-22, EWS-30, PwBD-17)
বেতনঃ- 32,795 টাকা
বয়স:- 01.04.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 21-30 বছরের মধ্যে হতে হবে। ST, SC শ্রেনিরা ৫ বছরের, OBC-রা ৩ বছরের এবং PwBD শ্রেনিরা বয়সের ক্ষেত্রে ১০ বছরের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতাঃ- 60% নম্বর পেয়ে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট অথবা পোষ্ট গ্র্যাজুয়েট পাশ করতে হবে। ST, SC শ্রেণির আবেদনকারীরা 55% নম্বর পেলে আবেদন করতে পারবে।
The India Assurance Company Recruitment 2021
নিয়োগ পদ্ধতি :-
লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
দুটি ফেজে লিখিত পরীক্ষা হবে-
Phase I: Preliminary Examination (100 নম্বরের-MCQ)
Phase II: Main Examination- ফেজ-II পরীক্ষা নেওয়া হবে দুটি ভাগে। ফেজ-II বা মেন পরীক্ষায় প্রথমে 200 নম্বরের MCQ পরীক্ষা হবে, যার জন্য সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এরপর 30 নম্বরের ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, যার সময়সীমা থাকবে 30 মিনিট।
Phase III: Interview
পরীক্ষার সেন্টারঃ-
Phase I: Preliminary Examination- পশ্চিমবঙ্গের আসানসোল, কোলকাতা, হুগলি, কল্যানী, কোলকাতা এবং শিলিগুড়িতে প্রিলি পরীক্ষার সেন্টার রয়েছে।
The India Assurance Company Recruitment 2021
Phase II: Main Examination- মেন পরীক্ষার সেন্টার পশ্চিমবঙ্গের গ্রেটার কোলকাতা।
আবেদন ফিঃ- জেনারেলদের জন্যে আবেদন ফি লাগবে 750 টাকা। SC/ ST / PwBD শ্রেনিদের জন্য আবেদন ফি লাগবে 100 টাকা।
আবেদন পদ্ধতি:- ‘দি নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স লিমিটেড’ এর অফিসিয়াল ওয়েবসাইট http://newindia.co.in এ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার পরপর -
(1) APPLICATION REGISTRATION
(2) PAYMENT OF FEES
(3) DOCUMENT SCAN AND UPLOAD
✓আবেদন জমা নেওয়া শুরু – 01/09/2021
✓আবেদন জমা দেওয়ার শেষ দিন – 21/09/2021
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।