রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুখবর। অয়েল ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধু মাত্র মাধ্যমিক পাসে চাকরি। ভারতীয় নাগরিক হলেই পশ্চিমবঙ্গের ২৩টি জেলার ছেলে-মেয়ে সকলেই আবেদন করতে পারবেন।
নোটিশ নম্বরঃ- HRAQ/REC-WP-B/2021-06.
Oil India Recruitment 2021
নোটিশ প্রকাশিত হয়েছে 24.08.2021 তারিখে।
(1) পদের নাম- ইলেকট্রিশিয়ান ।
শূন্যপদ- 38 টি।
শিক্ষাগত যোগ্যতা- সরকারী স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে।
(2) পদের নাম- ফিটার।
শূন্যপদ- 144 টি
শিক্ষাগত যোগ্যতা- সরকারী স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং ফিটার ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে।
(3) পদের নাম- মেকানিক মোটর ভিহাইকিল ।
শূন্যপদ- 42 টি ।
শিক্ষাগত যোগ্যতা- সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং মেকানিক মোটর ভিহাইকিল ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে।
(4) পদের নাম- মেকানিস্ট ।
শূন্যপদ- 13 টি।
শিক্ষাগত যোগ্যতা- সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং মেকানিস্ট ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে।
(5) পদের নাম- মেকানিক ডিজেল।
শূন্যপদ- 97 টি।
শিক্ষাগত যোগ্যতা- সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং মেকানিক ডিজেল সার্টিফিকেট থাকতে হবে।
(6) পদের নাম- ইলেকট্রনিক্স মেকানিক।
শূন্যপদ- 40 টি।
শিক্ষাগত যোগ্যতা- সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে।
(7) পদের নাম- বয়লার অ্যাটেনড্যান্ট ।
শূন্যপদ- 8 টি।
শিক্ষাগত যোগ্যতা- সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং সেকেন্ড ক্লাস বয়লার অ্যাটেনড্যান্ট সার্টিফিকেট থাকতে হবে।
(8) পদের নাম- টার্নার।
শূন্যপদ- 4 টি
শিক্ষাগত যোগ্যতা- সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং টার্নার ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে।
(9) পদের নাম- ড্রটম্যান সিভিল।
শূন্যপদ- 8 টি।
শিক্ষাগত যোগ্যতা- সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং ড্রটম্যান সিভিল ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে।
(10) পদের নাম- ইন্সট্রুমেন্ট মেকানিক।
শূন্যপদ- 81 টি।
শিক্ষাগত যোগ্যতা- সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং ইন্সট্রুমেন্ট মেকানিক ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে।
(11) পদের নাম- ATO.
শূন্যপদ- 44 টি।
শিক্ষাগত যোগ্যতা- সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং গণিত বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
(12) পদের নাম- সার্ভেয়র।
শূন্যপদ- 5 টি।
শিক্ষাগত যোগ্যতা- সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং সার্ভেয়র ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে।
(13) পদের নাম– ওয়েল্ডার।
শূন্যপদ - 6 টি।
শিক্ষাগত যোগ্যতা- সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে।
(14) পদের নাম- IT & ESM.
শূন্যপদ- 5 টি।
শিক্ষাগত যোগ্যতা- সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং IT&ESM / ICTSM ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে।
বেতনঃ - উপরের সবকটি পদের ক্ষেত্রে প্রতি মাসে বেতন দেওয়া হবে 26,000-90,000/- টাকা ।
বয়স :-
23.09.2021 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হবে 18 থেকে 30 বছরের মধ্যে ও SC , ST রা 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীরা 3 বছরের ছাড় পেয়ে যাবেন।
নিয়োগ পদ্ধতি :- কম্পিউটার বেসড (CBT) পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করে নির্দিষ্ট চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন ফিঃ -
জেনারেল ও OBC আবেদনকারীদের আবেদন ফি লাগবে 200 টাকা এবং SC, ST, EWS এবং PWD প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতিঃ-
অয়েল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে আবেদনকারীকে তার মোবাইল নম্বর এবং ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে এবং যে পদের জন্য আবেদন করা হচ্ছে সেটি নির্বাচন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
✓আবেদন শুরু হয়েছে -24.08.2021 তারিখে।
✓আবেদনর শেষ তারিখ - 23.09.2021 ।
বিঃদ্রঃ উপরের Oil India Recruitment 2021 এর সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।