পশ্চিমবঙ্গে স্থায়ী পদে গ্রুপ D পদে নিয়োগ চলছে ২০২১ । এইট পাশে । সব জেলা থেকে ছেলে/মেয়ে সবাই আবেদন করো ।
North Dum Dum Municipality requirements 2021
নিয়োগকারী সংস্থাঃ
North Dum Dum Municipality
163, M.B Road, Birati, Kolkata - 700051
Phone: (033) 2514-2101
Email: northdumdum@gmail.com
১) পদের নামঃ মজদুর।
শূন্যপদ- ৩৭ টি ।
শিক্ষাগত যোগ্যতাঃ সরকারি স্কুল থেকে এইট পাশ করতে হবে এবং বাংলা অথবা নেপালি ভাষা লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে। যাদের শারীরিক সক্ষমতা ভালো তাদের আগে সুযোগ দেওয়া হবে।
বেতন - ১৭,০০০/- টাকা।
বয়সঃ ০১/১১/২০১৮ তারিখ হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
২) পদের নামঃ পিওন ।
শূন্যপদ- ০৯ টি ।
শিক্ষাগত যোগ্যতাঃ সরকারি স্কুল থেকে এইট পাশ করতে হবে এবং বাংলা অথবা নেপালি ভাষা লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে। যাদের শারীরিক সক্ষমতা ভালো তাদের আগে সুযোগ দেওয়া হবে।
বেতন- ১৭,০০০/- টাকা ।
বয়সঃ ০১/১১/২০১৮ তারিখ হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
৩) পদের নামঃ হেল্পার ।
শূন্যপদ- ০৯ টি ।
শিক্ষাগত যোগ্যতাঃ সরকারি স্কুল থেকে এইট পাশ করতে হবে এবং বাংলা অথবা নেপালি ভাষা লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে। যাদের শারীরিক সক্ষমতা ভালো তাদের আগে সুযোগ দেওয়া হবে।
বেতন- ১৭,০০০/- টাকা।
বয়সঃ ০১/১১/২০১৮ তারিখ হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
৪) পদের নামঃ এম্বুলেন্স এটেনডেন্ড ।
শূন্যপদ- ০১ টি ।
শিক্ষাগত যোগ্যতাঃ সরকারি স্কুল থেকে এইট পাশ করতে হবে এবং বাংলা অথবা নেপালি ভাষা লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে। যাদের শারীরিক সক্ষমতা ভালো তাদের আগে সুযোগ দেওয়া হবে।
বেতন- ১৭,০০০/- টাকা।
বয়সঃ ০১/১১/২০১৮ তারিখ হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
৫) পদের নামঃ জেনারেল ডিউটি এটেনডেন্ড।
শূন্যপদ- ৪ টি ।
শিক্ষাগত যোগ্যতাঃ সরকারি স্কুল থেকে এইট পাশ করতে হবে এবং বাংলা অথবা নেপালি ভাষা লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে। যাদের শারীরিক সক্ষমতা ভালো তাদের আগে সুযোগ দেওয়া হবে।
বেতন - ১৭,০০০/- টাকা।
বয়সঃ- ০১/১১/২০১৮ তারিখ হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। SC/ST - 05 বছরের ও OBC - 03 বছরের ছাড় পেয়ে যাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি :-
- লিখিত পরীক্ষা,
- ইন্টারভিউ ।
North Dum Dum Municipality requirements ditails
আবেদন ফিঃ
UR/OBC - Rs 250/-
SC/ST - Rs 100/-
আবেদন ফি allজমা দেবেন কিভাবে?
শুধুমাত্র ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফট/DD এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। Chairman, North Dum Dum Municipality at Kolkata একে উদ্দেশ্য করে ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফট/DD কাটবেন ।
আবেদন পদ্ধতি :- অফলাইন।
আবেদন ফর্ম ফিলাপ করে তার সাথে ডকুমেন্টস এটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় সেন্ড করবেন রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে । অথবা ড্রপ বক্সে নিজে গিয়েও জমা করে আসতে পারেন, যাদের কাছাকাছি বাড়ি আছে ।
আবেদন ফর্মের সাথে কি কি ডকুমেন্টস দেবেন?
- এড্রেস প্রুফ (আধার/ভোটার কার্ড),
- বয়সের প্রমানপত্র(মাধ্যমিকের এডমিট/বার্থ সার্টিফিকেট),
- কাস্ট সার্টিফিকেট,
- শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র(৮ পাশের মার্কশীট),
- আধার কার্ড,
- প্যান কার্ড,
- ব্যাঙ্কের ডিমান্ড ড্রাফটের অরিজিনাল কপি ।
উপরের সমস্ত ডকুমেন্ট এবং আবেদন ফর্ম একটি মুখবন্ধ খামের মধ্যে ভরবেন, খামের উপরে অবশ্যই আপনার কাস্ট এবং যে পোস্টের জন্য আবেদন করছেন তার নাম লিখবেন । এবং সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ এটেস্টেড করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন ফর্ম জমা দেবার ঠিকানাঃ-
The Chairperson,
Board of Administrator,
North Dum Dum Municipality,
163, M.B Road, Birati, Kolkata 700051 .
আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ হল -
30/10/2021 তারিখে বিকাল 04:00pm মধ্যে।
Note:
একজন ক্যান্ডিডেট একটার বেশি পোস্টের জন্য আবেদন করতে পারবে না।
আবেদন ফর্ম এবং সমস্ত ডকুমেন্ট সিল্ড এনভলেপে ভরে জমা দেবেন।
আবেদন ফর্ম জমা দেবেন যেকোন সপ্তাহের সোম থেকে শুক্রবারে এবং মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারে , সকাল 10.30 থেকে বিকাল 4.00 এর মধ্যে ।
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।
Important Links:
Official Notice: Download
Official Website: Click Here