শিশু সুরক্ষা ইউনিটে ক্লার্ক এবং কাউন্সেলর নিয়োগ- প্রতি মাসে বেতন ১৩,৫০০ টাকা
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য চাকরির একটি নতুন আপডেট। আরো একটি জেলায় ক্লার্ক এবং কাউন্সেলর পদে লোক নিয়োগ করা হবে। কালিম্পং জেলার শিশু সুরক্ষা ইউনিট এর পক্ষ থেকে এই চাকরির নোটিশটি প্রকাশিত হয়েছে।
Department of Women & Child Development and Social Welfare requirements
কন্ট্রাকচুয়াল বেসিসে কালিম্পং জেলার জুভেনাইল জাস্টিস বোর্ডে নিয়োগটি করা হচ্ছে। পশ্চিমবঙ্গের 23টি জেলার যেকোনো চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
Clerk and counsellor recruitment in Kalimpong
নোটিশ নম্বর: 413/DCPU/KPG/2021
নোটিশ প্রকাশের তারিখ: 17.09.2021
পদের নাম:
(1) লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
বেতন - 2 টি (UR-1, SC-1)
শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে৷ কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারে টাইপিং করতে জানতে হবে৷
বয়স -প্রার্থীর বয়স 07.10.2021 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে৷
বেতন - প্রতি মাসে 13,500 টাকা।
পদের নাম :-
(2) কাউন্সেলর (Counsellor)।
শূন্যপদ-1 টি (UR) ।
শিক্ষাগত যোগ্যতা - কাউন্সেলর পদের জন্য সাইকোলজি বিষয়ে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ হতে হবে৷
বয়স -প্রার্থীর বয়স 07.10.2021 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে৷
বেতন:- প্রতি মাসে 13,500 টাকা৷
আবেদন প্রক্রিয়া:-
অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিয়ে আবেদন করতে হবে৷ অফিসিয়াল নোটিশের একেবারে শেষের পেজে আবেদন করার জন্য একটি ফর্ম দেওয়া আছে৷ প্রথমে ওই ফর্মটি ডাউনলোড করে A4 পেজে প্রিন্ট করতে হবে৷ তারপর ফর্মটি সঠিকভাবে পূরন করে সংগে প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিয়ে একটি ঠিকানায় পাঠিয়ে দিতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি:-
লিখিত পরীক্ষা,কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। পরপর উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে ডেকে নেওয়া হবে। প্রার্থীকে 2 বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:-
Office of the District Child Protection Unit, Office of the District Magistrate, Old Hotel Chimal, Ringingpong Road, Kalimpong- 734301.
আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবে:-
- দুই কপি পাসপোর্ট সাইজের ছবি৷
- বয়সের প্রমানপত্র হিসেবে- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট৷
- বাসিন্দার প্রমানপত্র হিসেবে- আধার কার্ড অথবা পঞ্চায়েত বা পৌরসভা থেকে আনা সার্টিফিকেট৷
- কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)৷
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অথবা মার্কশীট৷
- কম্পিউটার সার্টিফিকেট৷
- মোবাইল নম্বর এবং ইমেল আইডি৷
আবেদন শুরু হয়েছে 22.09.2021
আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 07/10/2021.
Official website - Link
Official Notice - Download
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন ।