মাধ্যমিক পাশে আর্মিতে গ্রুপ-C পোষ্টে চাকরি ২০২১ | Indian Army Group C Madhyamik Pass Job 2021

4.94 Download
Note: To prevent users from installing apk files from outside, Google Play has now added a warning when installing apks & mods. PlayProtect will tell you the file is harmful. Simply, just click “Install anyway (unsafe)”.
Grand Theft Auto V / GTA 5 v2.00 APK + MOD (Beta)

Information

Nameমাধ্যমিক পাশে আর্মিতে গ্রুপ-C পোষ্টে চাকরি ২০২১ | Indian Army Group C Madhyamik Pass Job 2021
Category
2 Army HQ Signal Regiment Meerut Cantt Recruitment 2021 Apply 10 Group C Vacancies

2 Army HQ Signal Regiment, Meerut Cantt (Unit under Ministry of Defence) invites applications from eligible Indian Nationals for recruitment of following Group 'C' (Non Industrial, Non-Ministerial) Posts. The last date for submission of applications is 5th October 2021






পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর । ইন্ডিয়ান আর্মিতে গ্রুপ-C পোষ্টে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ সহ অন্যান্য যোগ্যতায় কুক, বার্বার, ওয়াশারম্যান পদে এই নিয়োগটি করা হবে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 টি জেলার যেকোনো চাকরি প্রার্থীর আবেদন করতে পারবেন।


Indian Army Group C Madhyamik Pass Job 2021


নোটিশ প্রকাশিত হয়েছে
11.09.2021


আবেদনের মাধ্যমঃ- অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

কোন প্রকার আবেদন ফি লাগবে না।



(1) পদের নাম- কুক (Cook)


শূন্যপদ - 3 টি।


শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে এবং ভারতীয় রান্না করার দক্ষতা থাকতে হবে।


বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900-63,200 টাকা .



(2) পদের নাম- বার্বার (Barber)


শূন্যপদ- 1 টি।


শিক্ষাগত যোগ্যতা
- মাধ্যমিক পাশ করতে হবে এবং বার্বার ট্রেডের দক্ষতা থাকতে হবে।


বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000-56,900 টাকা




(3) পদের নাম- ইকুইপমেন্ট বুট রিপেয়ার (Equipment Boot Repair )


শূন্যপদ- 2 টি।


শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে সেইসঙ্গে টেক্সটাইল, লেদার রিপেয়ার এবং রেপ্লেসমেন্ট করার কাজ জানতে হবে।


বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000-56,900 টাকা



(4) পদের নাম- ওয়াশারম্যান (Washerman)।


শূন্যপদ- 3 টি।


শিক্ষাগত যোগ্যতা
- মাধ্যমিক পাশ হতে হবে এবং মিলিটারি/সিভিলিয়ান দের জামাকাপড় ভালোভাবে কাচতে পারতে হবে।


বেতন-
পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000-56,900 টাকা।


(5) পদের নাম- টেইলর (Tailor)


শূন্যপদ - 1 টি


শিক্ষাগত যোগ্যতা
- মাধ্যমিক পাশ করতে হবে তারসঙ্গে টেলারের কাজের সঙ্গে পরিচিত থাকতে হবে।


বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000-56,900 টাকা।


Indian Army Group C Madhyamik Pass Job 2021



বয়স:- উপরের প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 18-25 বছরের মধ্যে হতে হবে। SC, ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীর বয়সের ক্ষেত্রে ৩ বছরের ছাড় পাবেন। 05.10.2021 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়সের হিসেব করতে হবে।



প্রার্থী বাছাই করা হবে লিখিত ও প্রাক্টিকাল পরীক্ষার ভিত্তিতে


আবেদন পদ্ধতি:-


অফিসিয়াল নোটিশে আবেদন করার ফর্ম দেওয়া আছে। প্রথমে ঐ ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। তারপর ফর্মটি ফিল আপ করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টের জেরক্স অ্যাটাচ করে দিতে হবে। তারপর সেগুলি একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিয়ে আবেদন করতে হবে।


ডকুেমেন্ট কি লাগবে :-



1. শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সার্টিফিকেট।


2. জন্মের সার্টিফিকেট ।


3. জাতিগত সংসাপত্র (যদি থাকে)।


4. দু কপি পাসপোর্ট সাইজের ফোটো।


5. অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)।


6. দুটি 40 টাকার এনভলেপ স্ট্যাম্প ।


সমস্ত ডকুমেন্টকে সেল্ফ এটেস্টেড করতে হবে।


খামের উপরে লিখতে হবে “APPLICATION FOR THE POST OF_______, CATEGORY________”.



আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ-



The Commanding Officer, 2 Army Headquarter Signal Regiment, Roorkee Road, Meerut Cantt-250001.



আবেদন শুরু তারিখ - 11.09.2021


আবেদন শেষ তারিখ - 05.10.2021


Download Notification













বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।
Mới hơn Cũ hơn
Gangstar Vegas v6.8.0e MOD APK + OBB (Unlimited Money/VIP 10)
Poppy Playtime Chapter 1 v1.0.8 APK (Full Game)