চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানায় নিয়োগ চলছে, কোনোরূপ লিখিত পরীক্ষা হবে না।
Indian Railway Recruitment 2021: Apply for Apprentice Posts, No Written Exam or Interview; Class 10th Pass Can Apply, Check Details
Chittaranjan Locomotive Works Apprentice Recruitment Notification:-
বেকারদের জন্য দারুণ খবর। চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানায় লোক নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো রাজ্য থেকে ছেলে-মেয়েরা আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষা ছাড়াই লোক নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি দেখে নিন...
মোট পদ – ৪৯২ টি।
কর্মস্থল – পশ্চিমবঙ্গ।
পদের নাম ও শূন্যপদ :-
পদের নাম – ফিটার
শূন্যপদ –২০০ টি শূন্যপদ রয়েছে।
পদের নাম – ওয়েল্ডার
শূন্যপদ – ৮৮ টি শূন্যপদ রয়েছে।
পদের নাম – টার্নার
শূন্যপদ – ১০ টি শূন্যপদ রয়েছে।
পদের নাম – মেসিনিস্ট
শূন্যপদ – ৫৬ টি শূন্যপদ রয়েছে।
পদের নাম – পেইন্টার
শূন্যপদ – ১২ টি শূন্যপদ রয়েছে।
নিয়োগের স্হান – চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা
বয়স- ১/১/২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
বেতন:-
চিত্তরঞ্জন লোকোমটিভ ওয়ার্কশপ এর তরফ থেকে অ্যাপ্রেন্টিস দের প্রাথমিক বেতন ২,৭৫৮/- রুপি ধার্য করা হয়েছে। যা পরবর্তীকালে বৃদ্ধি হবে।
শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীদের দশম শ্রেণী পাশ করতে হবে এবং সেই সাথে যেকোনো স্বীকৃত কলেজ থেকে আই টি আই পাশ করে থাকতে হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি :-
প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর আই টি আই ও দশম শ্রেণীর মেরিট এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি –অনলাইনে আবেদন করতে হবে। apprenticeshipIndia.org– এই ওয়েবসাইটে নিজের সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও জন্মের প্রমাণপত্র আপলোড করে ফ্রম ফিলাপ করতে হবে।
আবেদনপত্র করার শেষ দিন- ০৩/১০/২০২১
প্রশিক্ষণের সময়- রেল দপ্তরের নিয়ম মেনে চলবে প্রশিক্ষণ।
📌 Apply - Link
📌Official Notice - Download
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।