রাজ্যে আনন্দধারা প্রকল্পে জেলা গ্রাম উন্নয়ন বিভাগে নিয়োগ করা হচ্ছে। এই কাজের জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-১ এবং ডেবরা ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগটি করা হবে।
নোটিশ মেমো নম্বরঃ 1210/DMMU
নোটিশ প্রকাশ :- 03.09.2021
anandadhara prakalpa recruitment 2021
Recruitment In District Rural Development
রাজ্যের আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ
আবেদনের মাধ্যমঃ- অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ Business Development Support Provider (BDSP)।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে স্নাতক বা গ্র্যাজুয়েট হতে হবে। আবেদনকারী যদি বানিজ্য বিষয়ে স্নাতক হয় তাহলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতনঃ- প্রতিদিন হিসেবে 300 টাকা করে দেওয়া হবে। মাসে 15 দিন কাজ হবে আর যাতায়াত খরচ আলাদা করে দেওয়া হবে।
বয়সসীমাঃ- আবেদনকারীর বয়স 18-45 বছরের মধ্যে হতে হবে।
অন্যান্য যোগ্যতা-
আবেদনকারীকে বাংলা ভাষায় কথা বলতে, লিখতে এবং পড়তে পারতে হবে।
যে গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদনকারী আবেদন করবে, তাকে ঐ গ্রামের কমপক্ষে দুই বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদকারীকে অবশ্যই মোবাইল ফোন এবং কম্পিউটারের ব্যবহার জানতে হবে।
প্রতি মাসে কম করে 15 দিন নিজের গ্রামের বাইরে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে।
আবেদন পদ্ধতিঃ
আবেদনকারীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সাদা কাগজে একটি অ্যাপ্লিকেশন লিখে সেটির সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টের জেরক্স অ্যাটাচ করে নীচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :-
Office of the Project Director (PD), District Rural Development Cell (DRDC), Paschim Medinipur Zilla Parishad Complex, Midnapur-721101.
নিয়োগ পদ্ধতি :-
লিখিত পরীক্ষা ( MCQ ) - ৬০ নম্বর ,
কম্পিউটার দক্ষতা যাচাই পরীক্ষা - ২০ নম্বর ,
মৌখিক - ২০ নম্বর
পরীক্ষার সিলেবাস :-
লিখিত পরীক্ষা – মাধ্যমিক বা তার সমতুল্য সিলেবাস অনুযায়ী হবে । ( Quantitative Aptitude , General Awareness , Basic Computer Knowledge , Commerce , Reasoning , Knowledge on District etc. )
কম্পিউটার দক্ষতা যাচাই পরীক্ষা – MS - Office , MS - Excel , MS - PowerPoint .
আবেদন শুরু হয়েছে 03.09.2021 তারিখ থেকে।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 17.09.2021 সকাল 11 টা থেকে বিকাল 5 টার মধ্যে ।
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।