পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ খাদ্য সরবরাহ দপ্তরে বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। কাজের প্রয়োজনীয়তা ও কর্মীর দক্ষতা অনুসারে চুক্তির সময়সীমা বাড়তে পারে। পশ্চিমবঙ্গের ২৩টি জেলার যেকোনো পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
WB Food and Supply Job 2021
নোটিশ নম্বরঃ 1239-FS/O/Sectt/IT-15/2011
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
(1) পদের নাম- সিনিয়র সফটওয়্যার ডেভেলপমেন্ট।
শূন্যপদ- 3 টি ।
শিক্ষাগত যোগ্যতা- MCA তে ফার্স্ট ক্লাস অথবা B.E/B.Tech/M.Sc in IT/Computer Science এ ফার্স্ট ক্লাস থাকতে হবে। সেইসঙ্গে সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন এবং ইমপ্লিমেন্টেশন এর দক্ষতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে 32,000 টাকা
বয়সসীমা- 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
(2) পদের নাম- ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর।
শূন্যপদ- 1 টি
বেতন- প্রতি মাসে 32,000 টাকা।
বয়সসীমা- 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- MCA তে ফার্স্ট ক্লাস অথবা B.E/B.Tech/M.Sc in IT/ Computer Science এ ফার্স্ট ক্লাস থাকতে হবে। সেইসঙ্গে সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন এবং ইমপ্লিমেন্টেশন এর দক্ষতা থাকতে হবে।
(3) পদের নাম- সফটওয়্যার ডেভেলপার ।
শূন্যপদ- 2 টি
শিক্ষাগত যোগ্যতা- MCA তে ফার্স্ট ক্লাস অথবা B.E/B.Tech/M.Sc in IT/ Computer Science এ ফার্স্ট ক্লাস থাকতে হবে। সেইসঙ্গে সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন এবং ইমপ্লিমেন্টেশন এর দক্ষতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে 27,000 টাকা
বয়সসীমা- 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
(4) পদের নাম- টেকনিকাল সাপোর্ট পার্সোনেল।
শূন্যপদ- 28 টি।
শিক্ষাগত যোগ্যতা- MCA তে ফার্স্ট ক্লাস অথবা B.E/B.Tech/M.Sc in IT/ Computer Science এ ফার্স্ট ক্লাস থাকতে হবে। সেইসঙ্গে সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন এবং ইমপ্লিমেন্টেশন এর দক্ষতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে 40,000 টাকা
বয়সসীমা- 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
(5) পদের নাম- প্রোজেক্ট ম্যানেজার ।
শূন্যপদ- 1 টি ।
শিক্ষাগত যোগ্যতা- B.E/B.Tech/M.Sc in IT/Computer Science/MCA –এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হবে। সেইসঙ্গে সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন, ইমপ্লিমেন্টেশন এবং সাপোর্টের দক্ষতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে 1,00,000 টাকা
বয়সসীমা- 18 থেকে 45 বছরের মধ্যে
আবেদন পদ্ধতি:-
প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার ওয়েবসাইট হল https://food.wb.gov.in । তাছাড়া আপনার সুবিধার জন্য নীচে আবেদন করার লিংক দেওয়া রয়েছে। ওখানে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন।
✓ অনলাইনে আবেদন করতে পারবেন ১৭/০৯/২০২১ তারিখ পর্যন্ত।
বিঃদ্রঃ উপরের নিয়োগশূন্যপদ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।