কোলকাতা গার্ডেনরিচে ট্রেড অ্যাপ্রেনটিস নিয়োগ 2021, GRSE Kolkata Recruitment 2021 Apply Online for Apprentices Job Vacancy

4.94 Download
Note: To prevent users from installing apk files from outside, Google Play has now added a warning when installing apks & mods. PlayProtect will tell you the file is harmful. Simply, just click “Install anyway (unsafe)”.
Grand Theft Auto V / GTA 5 v2.00 APK + MOD (Beta)

Information

Nameকোলকাতা গার্ডেনরিচে ট্রেড অ্যাপ্রেনটিস নিয়োগ 2021, GRSE Kolkata Recruitment 2021 Apply Online for Apprentices Job Vacancy
Category

 কোলকাতা গার্ডেনরিচে ট্রেড অ্যাপ্রেনটিস নিয়োগ 2021, 256 টি শূন্যপদে নিয়োগ করা হবে।




 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীর জন্য একটি বড় সুখবর। কোলকাতা গার্ডেরনরিচ শিপ বিল্ডার্ডস ইঞ্জিনিয়ার্স লিমিটেডে ট্রেড অ্যাপ্রেনটিস নিয়োগের একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এতে মোট 256 টি শূন্যপদে বিভিন্ন বিভাগের ট্রেডে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের 23 টি জেলার যেকোনো চাকরি প্রার্থীর আবেদন করতে পারবেন।


নোটিশ নম্বরঃ- AAP:01/21


Garden Reach Shipbuilders & Engineers Limited Recruitment


আবেদনের মাধ্যমঃ- অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।


(1) প্রধান ট্রেডের নাম- Trade Apprentice (Ex-ITI).


মোট শূন্যপদ- 170 টি।


শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অল ইন্ডিয়া ট্রেড টেস্ট এ ক্যাফটসম্যান ট্রেনিং স্কিমে পাশ করতে হবে। সেইসঙ্গে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।


যেসমস্ত ট্রেডে নিয়োগ করা হবে- ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিষ্ট, পাইপ ফিটার, কার্পেন্টার, ড্রটম্যান, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রনিক মেকানিক, পেইন্টার, মেকানিক (ডিজেল), ফিটার (স্ট্রাকচারাল), সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, মেকানিক মেশিন টুল মেইন্টেন্যান্স, ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইন্টেন্যান্স, রেফ্রিজারেশন অ্যান্ড কনডিশনিং মেকানিক।


বয়সসীমা- 01.09.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 14-25 বছরের মধ্যে হতে হবে।



(2) প্রধান ট্রেডের নাম- Trade Apprentice (Fresher)

মোট শূন্যপদ - 40 টি.

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে।


যেসমস্ত ট্রেডে নিয়োগ করা হবে- ফিটার, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক), ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, মেশিনিস্ট।


বয়সসীমা- 01.09.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 14-20 বছরের মধ্যে হতে হবে।



(3) প্রধান ট্রেডের নাম- Graduate Apprentice


যেসমস্ত ট্রেডে নিয়োগ করা হবে- মেকানিকাল, ইলেকট্রিকাল

মোট শূন্যপদ - 16 টি.

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীর ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি বিষয়ে ডিগ্রি করা থাকতে হবে।  


বয়সসীমা- 01.09.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 14-26 বছরের মধ্যে হতে হবে।


(4) প্রধান ট্রেডের নাম- Technician Apprentice

মোট শূন্যপদ- 30 টি.


শিক্ষাগত যোগ্যতাঃ-  ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা করা থাকতে হবে।

যেসমস্ত ট্রেডে নিয়োগ করা হবে- মেকানিকাল, ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, সিভিল।


বয়সসীমাঃ- 01.09.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 14-26 বছরের মধ্যে হতে হবে।



বেতনঃ- প্রতি মাসে 6,000-15,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।


ট্রেনিং এর সময়সীমাঃ এক বছর ট্রেনিং করানো হবে।


আবেদন পদ্ধতি:-

গার্ডেরনরিচ শিপ বিল্ডার্ডস ইঞ্জিনিয়ার্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। https://jobapply.in/grse2021app এই লিংকে ক্লিক করে আবেদনকারীকে সমস্ত তথ্য পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


আবেদন শুরু হয়েছে - 11.09.2021

আবেদন শেষ তারিখ - 01.10.2021


Official website - Link

Official Notification - Download



বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।


GRSE Kolkata Recruitment 2021 Apply Online for Apprentices Job Vacancy


Garden Reach Shipbuilders & Engineers Jobs 2021 Notification out on official site of Garden Reach Shipbuilders & Engineers for Apprentices job vacancies. Job Aspirants who passed 10th,ITI are eligible to apply for GRSE Kolkata Recruitment 2021. As per the official notification of Garden Reach Shipbuilders & Engineers, you can submit your online application form for the post of Apprentices on or before the last date given in the notification.


Mới hơn Cũ hơn
Gangstar Vegas v6.8.0e MOD APK + OBB (Unlimited Money/VIP 10)
Poppy Playtime Chapter 1 v1.0.8 APK (Full Game)