উচচমাধ্যমিক পাশে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে কর্মী নিয়োগ ২০২১
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অধীনস্থ ন্যাশনাল আরবান লাইভলিহুডস মিশনে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীর আবেদন করতে পারবেন। প্রার্থী নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে।
পদের নাম- কমিউনিটি অর্গানাইজার আন্ডার DAY- NULM
শূন্যপদ- ৩২ টি। (জেনারেল- ১৬,SC- ৮,ST- ২,OBC- ৬)
বয়স- ০১/০৪/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ। সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা। Microsoft Office (Word, Excel, Power Point) -এর কাজ জানা থাকলে অগ্রাধিকার পাবেন।
বেতন- প্রতিমাসে ১০,০০০ টাকা।
আবেদন পদ্ধতি- প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.kmcgov.in এই ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদেরকে ইন্টারভিউ -এর জন্য পরে ডাকা হবে। নির্বাচিত প্রার্থীদের নাম কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইটে দেখা যাবে।
আবেদনের শেষ তারিখ ১৭ আগস্ট, ২০২১।