পশ্চিমবঙ্গের চাকরী প্রাথীদের জন্যে বড়ো সুখবর। ভারত সরকার অনুমোদিত রেল দপ্তর বিভাগে বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থী নিয়োগ করা হবে কনকান রেলওয়ে কর্পোরেশন লিমিটেডে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এবং দু’বছরের চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে।পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম- সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (সিভিল)।
শূন্যপদ- মোট 7 টি। (OBC- 5, ST- 2)
বেতন- প্রতিমাসে 35,000 টাকা।
শিক্ষাগত যোগ্যতা- AICTE অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে 60 শতাংশ নম্বর সহ BE/B.Tech (civil) ডিগ্রী সঙ্গে সিভিল কনস্ট্রাকশন এ অন্ততপক্ষে দু’বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদেরকে অবশ্যই CAD এবং MS- Office এর ওপরে দক্ষতা থাকতে হবে।
বয়স- 01/09/2021 তারিখে প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
পদের নাম- জুনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (সিভিল)।
শূন্যপদ- মোট 7 টি। (OBC- 5, ST- 2)
বেতন- প্রতিমাসে 30,000 টাকা।
শিক্ষাগত যোগ্যতা- AICTE অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে 60 শতাংশ নম্বরসহ BE/ B. Tech ডিগ্রী। প্রার্থীকে অবশ্যই CAD এবং MS- Office এর ওপরে দক্ষতা থাকতে হবে।
বয়স- 01/09/2021 তারিখে প্রার্থীর বয়স 25 বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারের নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- প্রার্থীদেরকে আলাদা করে কোনো আবেদন করতে হবে না। শুধুমাত্র নির্দিষ্ট তারিখে ও ইন্টারভিউয়ের নির্দিষ্ট স্থানে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যথাসময়ে পৌঁছতে হবে।
ইন্টারভিউয়ের সময় ও তারিখ-
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে 20/09/2021 থেকে 22/09/2021 তারিখ পর্যন্ত সকাল 9.30 থেকে 1.30 পর্যন্ত।
জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে 23/09/2021 থেকে 25/09/2021 তারিখ পর্যন্ত সকাল 9.30 থেকে 1.30 পর্যন্ত।
ইন্টারভিউয়ের স্থান- USBRL Project Office, Konkan Railway Corporation Limited, Satyam Complex, Marble Market, Extension- Trikuta Nagar, Jammu & Kashmir (U.T). Pin- 180011
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।