Class v model activity task swastho o saririk sikha | poth nirapottar sikha | WBBSE Class 5 Health and Physical Education Model Activity Task Solutions | পঞ্চম শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান

4.94 Download
Note: To prevent users from installing apk files from outside, Google Play has now added a warning when installing apks & mods. PlayProtect will tell you the file is harmful. Simply, just click “Install anyway (unsafe)”.
Grand Theft Auto V / GTA 5 v2.00 APK + MOD (Beta)

Information

NameClass v model activity task swastho o saririk sikha | poth nirapottar sikha | WBBSE Class 5 Health and Physical Education Model Activity Task Solutions | পঞ্চম শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান
Category

 Class 5 MODEL ACTIVITY TASK 2021 স্বাস্থ্য  ও শারীরশিক্ষা PART 4 



১। বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে (√) চিহ্ন  দাও।

(ক) রাস্তা পার হওয়ার সময় কী করতে হয় ?

উত্তর: (a) চারিদিকে  দেখে  রাস্তা পার হতে হয়  

(খ) রাস্তার কোথা দিয়ে রাস্তা পার  করতে হয় ?

উত্তর: জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় অবশ্যই সবুজ পথচারী রাস্তা পার হওয়ার সময় 

(গ) জেব্রা ক্রসিং-এ কী রং এর দাগ থাকে?

উত্তর: সাদা কালো দাগ থাকে 

(ঘ) কোন আলোর সংকেতে গাড়ি চলতে শুরু করে?

উত্তর: সবুজ আলো  জ্বললে 

(ঙ)যদি ট্রাফিকের আলোর সংকেতের লাল আলোর সংকেত বন্ধ হয়ে যদি হলুদ রং এর আলোর সংকেত দেয়া হয় তাহলে গাড়ির চালককে কী করতে হবে?

উত্তর: গাড়ি চালাবার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে 


(চ)  যদি ট্রাফিকের আলোর সংকেতের হলুদ আলোর সংকেত বন্ধ হয়ে গিয়ে যদি সবুজ আলোর সংকেত জ্বলে তাহলে কী করতে হবে?

উত্তর: সাথে সাথে গাড়ি চালাতে হবে 

(ছ) ট্রাফিক পুলিশ কী কাজ করে?

উত্তর: ট্রাফিক ও পথচারীদের রাস্তা পথ চলার দিক নির্দেশ দেয় ও আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে 

(জ) রাস্তায় পথচারীদের কোথা দিয়ে হাঁটা উচিত?

উত্তর: ফুটপাথ দিয়ে এবং যেখানে ফুটপাথ নেই সেখানে রাস্তার বাম দিক দিয়ে।

(ঝ) যেখানে ফুটপাথ নেই সেখানে রাস্তার কোনদিক দিয়ে হাঁটে হয়?

উত্তর: রাস্তার বাম দিক দিয়ে।

(ঞ) দৃষ্টিহীন ব্যক্তিকে রাস্তা পার হতে কে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবেন?

উত্তর: দৃষ্টিহীন ব্যক্তির কাছাকাছি থাকা যেকোনো পথচারী।

২। তোমরা সবাই ছবি এঁকে রং করো।

নিজেরা ছবি এঁকে রং করে নেবে ।


৩। তোমরা সবাই ছবি এঁকে রং করো।

নিজেরা ছবি এঁকে রং করে নেবে ।


Mới hơn Cũ hơn
Gangstar Vegas v6.8.0e MOD APK + OBB (Unlimited Money/VIP 10)
Poppy Playtime Chapter 1 v1.0.8 APK (Full Game)