পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। রাজ্যে ‘শিশু সুরক্ষা’ বিভাগে চৌকিদার, আয়া, সোশ্যাল ওয়ার্কার সহ বিভিন্ন পোষ্টে নিয়োগ প্রক্রিয়া চলছে। অষ্টম শ্রেণি, মাধ্যমিক পাশ থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতায় প্রার্থী নিয়োগ হবে।
Recruitment in Child Protection Unit howrah
নোটিশ মেমো নম্বরঃ 275/DCPS/HOW
নোটিশ প্রকাশ- 19.08.2021
আবেদনের পদ্ধতি :- অনলাইন অথবা অফলাইন অথবা সরাসরি আবেদনপত্র জমা দিয়ে আবেদন করা যাবে।
(1) পোষ্টের নাম- চৌকিদার (পুরুষ)।
বেতন- প্রতি মাসে 12,000 টাকা।
বয়স- 01.07.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 21-40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণি পাশ।
শূন্যপদ - 1 টি
(2) পোষ্টের নাম- আয়া (মহিলা)।
বেতন- প্রতি মাসে 12,000 টাকা।
বয়স- 01.07.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 21-50 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।
শূন্যপদ- 12 টি
(3) পোষ্টের নাম- নার্স (মহিলা)।
বেতন- প্রতি মাসে 12,000 টাকা
বয়স- 01.07.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 23-40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক হতে হবে এবং জেনেরাল ডিউটির কোর্স করা থাকতে হবে।
শূন্যপদ- 1 টি
(4) পোষ্টের নাম- সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর (মহিলা)।
বেতন- প্রতি মাসে 15,440 টাকা।
বয়স- 01.07.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 21-40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক বিষয়ে স্নাতক বা গ্র্যাজুয়েট হতে হবে।
শূন্যপদ- 1 টি
(5) পোষ্টের নাম- ম্যানেজার/কোঅর্ডিনেটর (মহিলা)।
বেতন- প্রতি মাসে 19,250 টাকা
বয়স- 01.07.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 23-40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক বিষয়ে পোষ্ট গ্র্যাজুয়েশনের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ডিপ্লোমা করা থাকতে হবে।
শূন্যপদ- 1 টি
নিয়োগ পদ্ধতি :-
নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ (Viva-Voce) এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আবেদন পদ্ধতি :- howrahzilaparishad.in এই ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
অফলাইন- অফলাইনে আবেদন করলে অফিসিয়াল নোটিশে যে ফর্মটি দেওয়া আছে সেটি ডাউনলোড করে প্রিন্ট করে ফিল আপ করতে হবে। তারপর ফর্মের সঙ্গে দরকারি ডকুমেন্ট লাগিয়ে দিয়ে একটি ঠিকানায় পাঠাতে হবে।
অফলাইনে আবেদনপত্র পাঠানোর ঠিকানা :-
Office of the District Magistrate Howrah, Old Collectorate building, Social Welfare Section, 1 No. Rishi Bankim Chandra Rd. Howrah.
আবেদন শুরু হয়ে গেছে - 24.08.2021 তারিখ থেকে।
আবেদন শেষ- 13.09.2021 তারিখ বিকেল 5.30 টা পর্যন্ত আবেদন করা যাবে।
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।