রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে তার মধ্যে একটি হলো জয় জোহার প্রকল্প আর অপরটি হলো তপশিলি বন্ধু প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে আবেদনকারী প্রতি মাসে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০০ টাকা করে পেনশন পারবে।
জয় জোহার প্রকল্পে ও তপশিলি বন্ধু প্রকল্পে আবেদন করতে হবে অফলাইনে।এখনো অনলাইন পদ্ধতি চালু হয়নি। জয় জোহার প্রকল্পে ও তপশিলি বন্ধু প্রকল্পে আবেদন করতে হবে আবেদনকারীকে নির্দিষ্ট ফর্মে।
তপশিলি বন্ধু ও জয় জোহার প্রকল্পে আবেদন করার শর্ত গুলী হল :--
১) আবেদন কারীরকে রাজ্যের(পশ্চিমবঙ্গের) স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারী কোনোরকম সরকারি পেনশন বা ভাতা পাননা।
৩) আবেদনকারীর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে।
৪) আবেদনকারীরকে তপশিলি জাতি কিংবা আদিবাসীভুক্ত হতে হবে।
৫) আবেদনকারীর বয়স ৬০ বছর বা তার বেশি হতে হবে।
তপশিলি বন্ধু ও জয় জোহার প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেগুলি হল :--
১) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো লাগবে।
২) আবেদনকারীর ডিজিটাল রেশন কার্ড লাগবে।
৩) আবেদনকারীর ভোটার কার্ড লাগবে।
৪) আবেদনকারীর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে।
৫) আবেদনকারীরকে ঠিকানার প্রমাণপত্র হিসাবে যে কোনো ডকুমেন্টস দিতে হবে।
৬) আবেদনকারীর জাতিগত শংসাপত্র না থাকলে বাবার দিকের বংশের যে কোনো আত্মীয়ের জাতিগত শংসাপত্রের জেরক্স জমা দিতে হবে। কিন্তু পরবর্তী সময়ে আবেদনকারীর নিজের জাতিগত শংসাপত্র জমা দিতে হবে।
৭) ইনকাম সার্টিফিকেট।
জয় জোহার প্রকল্পে ও তপশিলি বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য যোগাযোগের ঠিকানা হল :-
যারা গ্রামে বসবাস করে তাদের জন্য নিকটবর্তী বিডিও অফিসে আর পৌরসভা এলাকায় মহকুমাশাসক এবং কলকাতায় পুর কমিশনার অফিসে যোগাযোগ করতে হবে।
জয় জোহার প্রকল্প ও তপশিলি বন্ধু প্রকল্পের ফর্ম ডাউনলোড লিংক 👇