ঐক্যশ্রী স্কলারশিপ অনলাইন ফরম ফিলাপ ও কি কি ডকুমেন্টস লগবে। Aikyashree Scholarship 2021

4.94 Download
Note: To prevent users from installing apk files from outside, Google Play has now added a warning when installing apks & mods. PlayProtect will tell you the file is harmful. Simply, just click “Install anyway (unsafe)”.
Grand Theft Auto V / GTA 5 v2.00 APK + MOD (Beta)

Information

Nameঐক্যশ্রী স্কলারশিপ অনলাইন ফরম ফিলাপ ও কি কি ডকুমেন্টস লগবে। Aikyashree Scholarship 2021
Category

 



রাজ্যের সমস্ত পড়ুয়াদের জন্য রাজ্য সরকার ঐক্যশ্রী স্কলারশিপ(Aikyashree Scholarship) চালু করে। ঐক্যশ্রী স্কলারশিপ ক্লাস ওয়ান থেকে শুরু করে Phd/Diploma কোর্স পর্যন্ত সমস্ত পড়ুয়া আবেদন করতে পারবে।


ঐক্যশ্রী স্কলারশিপ প্রধানত  ৩ ধরনের :-

১) পি ম্যাট্রিক স্কলারশিপ(Pre-Matric Scholarship) :- এই স্কলারশিপ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য।

২) পোস্ট মেট্রিক স্কলারশিপ(Post-Matric Scholarship):- এই স্কলারশিপ একাদশ শ্রেনী থেকে পি এইচডি পর্যন্ত পড়ুয়াদের জন্য।

৩) মেরিট কাম মিনস স্কলারশিপ(Merit Cum Means Scholarship):- এই স্কলারশিপ কারিগরি বা বৃত্তিমূলক পাঠরত পড়ুয়াদের জন্য।


ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করার শর্ত কি কি ?

1) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

2) পড়ুয়াকে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে।

3) পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকা কিংবা তার কম থাকতে হবে।

4) বিগত পরীক্ষায় অর্থাৎ শেষ পরীক্ষায় কমপক্ষে ৫০% নাম্বার পেতে হবে।


ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করার জন্য ডকুমেন্টস  কি কি লাগবে ?

১) একটি মোবাইল নাম্বার, ওটিপির জন্য।

২) বিগত পরীক্ষায় মার্কশীট।

৩) ব্যাঙ্কের পাশবই।

৪) আধার কার্ড/রেশন কার্ড।

৫) বয়সের প্রমাণপত্র।

৬) ভর্তির রিসিভ কপি।(যদি থাকে)

৭) জাতিগত শংসাপত্র(যদি থাকে)।


Aikyashree Scholarship Online Apply Link 👇



Mới hơn Cũ hơn
Gangstar Vegas v6.8.0e MOD APK + OBB (Unlimited Money/VIP 10)
Poppy Playtime Chapter 1 v1.0.8 APK (Full Game)