Job In Department of Food Processing Industries and Horticulture
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য উৎপাদন শিল্প এবং উদ্যানপালন বিভাগে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।প্রার্থী নিয়োগ করা হবে সম্পূর্ণ অস্থায়ী এবং চুক্তির ভিত্তিতে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন করার শেষ তারিখ- ১৬/০৮/২০২১
পদের নাম- সফটওয়্যার সাপোর্ট পার্সোন্যাল (SSP- Software Support Personnel)
বেতনঃ প্রতি মাসে 18,000 টাকা
বয়স- ০১/০৮/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন ভারত সরকার অনুমোদিত স্বীকৃত প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে PGDCA/ Computer Science বিষয়ে স্নাতক/ BCA/ DOEACC ‘A’ লেভেলে তিন বছরের ডিগ্রী সঙ্গে ইনস্টলেশন, সফট্ওয়ারে অ্যাপ্লিকেশন মেইনটেন্স এবং DBMS -এর কাজ অবশ্যই জানতে হবে।
শূন্যপদ- ১ টি।
আবেদন প্রক্রিয়াঃ
wbfpih.gov.in এই ওয়েবসাইট থেকে প্রথমে আবেদন করার একটি ফর্মটি ডাউনলোড করতে হবে।
তারপর ফর্মটি প্রিন্ট করে সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে।
এরপর ফর্মের সঙ্গে বেশ কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিয়ে খামের মধ্যে ভরতে হবে।
খামে ভরে আবেদনপত্রটি একটি ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
বিঃদ্রঃ নীচে আবেদন করার ফর্ম ডাউনলোড করার লিংক দেওয়া রয়েছে। (অফিসিয়াল নোটিশের 4 নম্বর পেজে আবেদন করার ফর্মটি দেওয়া রয়েছে)
আবেদনপত্রের সঙ্গে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ
(1) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট
(2) জন্ম সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড
(3) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
(4) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
(5) অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
Joint Secretary, Food Processing Industries and Horticulture Department, Government of West Bengal, Benfish Tower, 4th Floor, GN Block, Sector V, Salt Lake City, Kolkata – 700091.
অথবা
Food Processing Industries and Horticulture Department, 4th floor, GN Block, Sector V, Salt Lake City, Kolkata- 700091 ঠিকানায় গিয়ে সরাসরি ড্রপ বক্সে জমা দিতে হবে।
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।