আবারও একটি জেলার ব্লক অফিসে কর্মী নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় কাজের সুযোগ রয়েছে আপনার নিজের ব্লকে। ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গিয়েছে। আপনি যদি আবেদনের জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে জেনে নিন বয়স, বেতন সহ সম্পূর্ণ আবেদন পদ্ধতি। নিয়োগ করা হবে MGNREGA প্রকল্পের অধীনে।
নোটিশ নম্বরঃ 1/MGNREGS
পদের নাম- ভিলেজ লেভেল এন্ট্রেপ্রেনিওর (VLE)
শিক্ষাগত যোগ্যতা– মাধ্যমিক পাশ করে থাকতে হবে। কমপক্ষে 6 মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা এবং ভোটার সদস্য হয়ে থাকতে হবে।
বয়স- 31/12/2021 তারিখের হিসেবে বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে।
বেতন- প্রতি মাসে বেতন 10,000/- টাকা।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নির্দিষ্ট আবেদনপত্রটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে MGNREGA অফিসের ড্রপবক্সে সরাসরি জমা দিতে পারেন অথবা ক্যুরিয়ার/ পোস্টের মাধ্যমেও জমা করতে পারেন যেকোন কার্যদিবসের সকাল 11 টা থেকে বিকেল 3 টার মধ্যে।
আবেদন করার শেষ তারিখ - আগামী 19 জুলাই বিকেল 3 টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদপত্রের সঙ্গে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ
(1) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট
(2) মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট
(3) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট
(4) আঁধার কার্ড এবং ভোটার কার্ড
ইত্যাদি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- To The Block Development Officer & Programme Officer (M.G.N.R.E.G.A.), Tarakeswar Dev. Block, Tarakeswar, Hooghly
প্রার্থী বাছাই পদ্ধতি- সম্পূর্ণরূপে মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীকে আগামী 24 জুলাই সকাল 11 টায় কম্পিউটার টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।