Student credit Card WB | স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2021: Apply for Student Credit Card Online | স্টুডেন্ট ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা ঋণ দেবে রাজ্য সরকার।দেখে নিন আবেদন করার প্রক্রিয়া ।

4.94 Download
Note: To prevent users from installing apk files from outside, Google Play has now added a warning when installing apks & mods. PlayProtect will tell you the file is harmful. Simply, just click “Install anyway (unsafe)”.
Grand Theft Auto V / GTA 5 v2.00 APK + MOD (Beta)

Information

NameStudent credit Card WB | স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2021: Apply for Student Credit Card Online | স্টুডেন্ট ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা ঋণ দেবে রাজ্য সরকার।দেখে নিন আবেদন করার প্রক্রিয়া ।
Category

 স্টুডেন্ট ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা ঋণ দেবে রাজ্য সরকার।দেখে নিন আবেদন করার প্রক্রিয়া ।




উচ্চশিক্ষার জন্য পড়ুয়াদের সামনে নয়া দিগন্তের উন্মোচন করল রাজ্য সরকার। বুধবার সরকারিভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের আওতায় 10 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে পড়ুয়ারা। ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই লোন নিতে পারবে দশম শ্রেণী থেকে উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করা ছাত্র ছাত্রীরা। কোনরকম বিষয় সম্পত্তি বন্ধক রাখার প্রয়োজন নেই এই লোনের গ্যারান্টার হবে রাজ্য সরকার ।যারা দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ার খরচ চালানোর জন্য ঋণ নিতে চায় তাদের জন্য সরকার 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে।




কারা কারা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের WBSCCS আবেদন যোগ্য ?


* দশম শ্রেণী থেকে পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ পাবে।


* সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।


* আবেদন করতে পারবেন রাজ্যের 10 বছর ধরে স্থায়ীভাবে বসবাস করছেন এমন পরিবার।



কি ধরনের পড়াশোনার জন্য এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম পাবেন।



দশম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ, স্নাতক, স্নাতকত্তোর,post-doctoral ,গবেষণা পেশাগত শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ছাত্রছাত্রীরা।


কি কি সুবিধা পাওয়া যাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমে


*রাজ্য সরকার এই ঋণের গ্যারান্টার হবে বাবা-মা অথবা আইনি অভিভাবকের সাথে চুক্তিতে আবদ্ধ হবে না।

*এক বছর পর থেকে 15 বছরের মধ্যে ওই ঋণ ফেরত দিতে হবে তবে পাঠ্যক্রম শেষ হওয়া অথবা ছাত্র-ছাত্রীদের চাকরিতে যোগদানের পর থেকে এক বছর ঋণ পরিশোধ স্থগিত রাখা যাবে।

*নামমাত্র 4% সুদের হারে এই ঋণ পাওয়া যাবে।

*সঠিক সময়ে এই ঋণ শোধ করলে সুদের উপর এক শতাংশ ছাড় পাওয়া যাবে।


কিভাবে ঋণ পাওয়ার জন্য অনলাইনে আবেদন করবেন?


1) রাজ্য সরকারের অফিশিয়াল ওয়েবসাইট www.wb.gov.in বা banglaruchachashiksha.gov.in এ অথবা সরাসরি https://wbscc.gov.in/ তে যান।


2) Student Registration এ ক্লিক করুন।


3) একটি নতুন পেজ খুলে যাবে সেখানে বিভিন্ন তথ্য দিতে হবে।


4) সেখানে নিজের নাম ,ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল আইডি সহ বিভিন্ন তথ্য দিতে হবে। আধার কার্ড থাকা বা না থাকার ভিত্তিতে সেই রেজিস্ট্রেশন ফর্ম ভিন্ন হবে। পাসওয়ার্ড দিতে হবে তারপর Register এ ক্লিক করতে হবে।


5) যে ফোন নম্বর দেওয়া হয়েছে তাতে otp যাবে সেই otp লিখে ভেরিফাই করতে হবে।


6) রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে স্ক্রিনে একটি রেজিস্ট্রেশন আইডি আসবে ফোনেও লগইন সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠানো হবে।


7)wbscc.wb.gov.in/কে এগিয়ে Student Login তে ক্লিক করুন নতুন একটি পেজ খুলে যাবে।



8) সেই রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।



9) Dashboard খুলে যাবে সেখানে Apply Now তে ক্লিক করতে হবে।



10) একটি নতুন পেজ খুলে যাবে সেখানে বিভিন্ন তথ্য দিতে হবে আধার কার্ড থাকা বা না থাকার ভিত্তিতে সেই রেজিস্ট্রেশন ফরম ভিন্ন হবে। পাশাপাশি download undertaking documents থাকবে। পড়ুয়াদের প্যান কার্ড না থাকলে download undertaking documents ডাউনলোড করতে হবে। ঠিকানা ব্যাংক একাউন্ট সহ যাবতীয় তথ্য দেওয়ার পর save & continue করুন।



11) তারপর একটি নতুন পেজ খুলে যাবে। আধার কার্ড থাকা বা না থাকার ভিত্তিতে সেই ফর্ম ভিন্ন হবে ।আধার কার্ড থাকলে সেখানে আবেদনকারীর ছবিসহ ,আবেদনকারীর স্বাক্ষর, সহ আবেদনকারী বা অভিভাবকের স্বাক্ষর, আধার কার্ড, সহ আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র (ভোটার আইডি কার্ড) ,আবেদনকারীর ভর্তির রশিদ এর ছবি, প্যান কার্ড, সহ আবেদনকারীর প্যান কার্ড, আবেদনকারীর কোর্স ফি সংক্রান্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।



আধার কার্ড না থাকলে সেখানে আবেদনকারীর ছবি, সহ আবেদনকারীর ছবি, আবেদনকারীর স্বাক্ষর, সহ আবেদনকারীর ঠিকানা প্রমাণপত্র (ভোটার আইডি) আবেদনকারীর ভর্তির রশিদের ছবি, প্যান কার্ড, সহ আবেদনকারীর প্যান কার্ড, আবেদনকারীর কোর্স ফি সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।



12) যাবতীয় নথিপত্র আপলোডের পর Save & Continue করুন।


13) একটা নতুন পেজ খুলে যাবে। সেখানে যাবতীয় তথ্য মিলিয়ে দেখে নিন।submit application এ ক্লিক করুন। কোনো তথ্য বা নথি পরিবর্তন করতে হলে Edit Loan application এ ক্লিক করতে হবে। একবার সাবমিট হয়ে গেলে তথ্য পাল্টানো যাবে না।



14) তারপর Dashboard এ দেখাবে    Application Submitted to HOI। এর অর্থ হল যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে আবেদন পত্র চলে গিয়েছে।


15) স্কুলের তরফ থেকে আবেদন পত্র পাঠানো হবে উচ্চশিক্ষা দপ্তরকে। তখন Dashboard এ দেখাবে  Application Forwarded by to HOI to HED

এইভাবে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম টি পূরণ করতে হবে।

উপরে উল্লিখিত  ধাপ অনুসরণ করে খুব সহজেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সরাসরি আবেদন করার জন্য নীচের বাটনে ক্লিক করুন-



Mới hơn Cũ hơn
Gangstar Vegas v6.8.0e MOD APK + OBB (Unlimited Money/VIP 10)
Poppy Playtime Chapter 1 v1.0.8 APK (Full Game)