রেলের NTPC শেষ দফার পরীক্ষা তারিখ ঘোষণা
ভারতীয় রেলের এনটিপিসি স্নাতক ও পূর্ব স্নাতক পদগুলোর ( Rrb ntpc) জন্য পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে।
বিজ্ঞপ্তি নম্বর CEN 01/2019 অনুযায়ী সপ্তম ও শেষ দফার পরীক্ষার তারিখ ঘোষণা করা হল। আগামী ২৩, ২৪, ২৬ ও ৩১ জুলাই, ২০২১ এই পরীক্ষা গ্রহন করা হবে।
এই দফায় প্রায় ২. ৭৮ লক্ষ প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।পরীক্ষার দশদিন আগে প্রার্থীরা নিজেদের পরীক্ষার তারিখ ও পরীক্ষাকেন্দ্র সম্পর্কে ওয়েবসাইটে তথ্য পেয়ে যাবেন। কল লেটার ডাউনলোড করে নিতে পারবেন পরীক্ষার চারদিন আগে থেকে।
Notice Download link 👇
Report