1. তেভাগা আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে।
2. মেগাস্থিনিসের ‘ইণ্ডিকা’ কোন ভাষায় লেখা?
উঃ গ্রীক ভাষায়।
3. মুঘল যুগে ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর প্রতিনিধি হিসাবে কে ভারতে আসেন?
উঃ উইলিয়াম হকিন্স।
4. পর্তুগীজ নাবিক ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন?
উঃ ১৪৯৮ খ্রীষ্টাব্দের ২৭শে মে।
5. কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়?
উঃ সমুদ্রগুপ্তকে।
6. হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে?
উঃ বাণভট্ট।
7. বাংলায় ‘স্বাধীন নবাবী’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ মুর্শিদকুলি খাঁ।
8. ওয়াটালুর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে হয়েছিল?
উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন।
9. তাজমহল কে প্রতিষ্ঠা করেন?
উঃ শাহজাহান।
10. শিবাজীর ছেলের নাম কী?
উঃ শম্ভুজী।
11. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?
উঃ লালা হরদয়াল।
12. ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৭৬ খ্রীষ্টাব্দে।
13. গ্রাণ্ড ট্রাঙ্ক রোড কে প্রতিষ্ঠা করেন?
উঃ শেরশাহ।
14. ভাস্কো ডা গামা প্রথমে কোন বন্দরে আসেন?
উঃ কালিকট বন্দরে।
15. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ রামমোহন রায়।
16. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।
17. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উঃ প্রমথনাথ মিত্র।
18. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল।
19. ‘মেইন ক্যাম্ফ’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ হিটলার।
20. মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দে।