পশ্চিমবঙ্গে CID দপ্তরে একাধিক শুন্যপদে কর্মী নিয়োগ 2021
চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর পশ্চিমবঙ্গে সিআইডি দপ্তরে বিভিন্ন পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের 23 টি জেলার থেকে ছেলে মেয়ে উভয়েই এই পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে কোন রকম আবেদন ফি লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।
1)পদের নাম-কম্পিউটার এনালিস্ট।
মোট শূন্যপদ-এই পদে মোট শূন্যপদ সংখ্যা 19 টি।
বেতন- 20,000 টাকা প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা- PGDCA/ কম্পিউটার সায়েন্সে স্নাতক/ BCA/ DOEACC “A” লেভেলে তিন বছরের কোর্স অথবা যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে এপ্লিকেশন সফটওয়্যার এবং DBMS, ইম্প্লেমেন্টেশন সাপোর্ট -এর স্কিল থাকতে হবে।
2) পদের নাম-কম্পিউটার নেটওয়ার্ক অপারেটর
মোট শূন্যপদ- 2 টি।
বেতন- প্রতি মাসে 13,000 টাকা।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্রাজুয়েশন পাশ এবং কম্পিউটারের বেসিক কোর্স করে থাকতে হবে।
3) পদের নাম-কম্পিউটার অপারেটর
মোট শূন্যপদ-1 টি।
বেতন- 13,000 টাকা।
শিক্ষাগত যোগ্যতা- গ্রাজুয়েশন পাশ এবং কম্পিউটারে বেসিক কোর্স করে থাকতে হবে।
4) পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর
মোট শূন্যপদ-7 টি।
বেতন- 13,000 টাকা প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা- গ্রাজুয়েশন পাশ এবং কম্পিউটারে বেসিক কোর্স করে থাকতে হবে।
প্রার্থী বাছাই- আবেদন পত্রগুলী যাচাই করে যোগ্য প্রার্থীদের নিয়ে একটি লিস্ট বার করা হবে এবং তাদেরকে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এবং সেই লিস্ট প্রকাশিত হবে পশ্চিমবঙ্গে সিআইডি অফিশিয়াল ওয়েবসাইটে।
আবেদন পদ্ধতি-এই পদে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে স্পিড পোস্ট এর মাধ্যমে। Notification-এ দেওয়া ফর্ম টি এ ফোর সাইজে প্রিন্ট আউট করে তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে সেগুলি হল
i) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এর জেরক্স এবং কাজ করার অভিজ্ঞতা সার্টিফিকেট জেরক্স।
ii) জন্ম প্রমাণপত্র জেরক্স বা মাধ্যমিকের এডমিট কার্ডের জেরক্স।
iii) স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এবং আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স।
এই সমস্ত ডকুমেন্টস গুলি সেল্ফ অ্যাটেস্টেড করে ফর্মের সঙ্গে যুক্ত করে ফর্ম এর উপরে যে পদের জন্য আবেদন করবেন সেই পদের নাম লিখতে হবে এবং
আবেদনপত্রটি যে ঠিকানায় পাঠাতে হবে সেই ঠিকানা টি হল
To the Additional Director General of Police,CID West Bengal
অথবা ভবানী ভবন এর গ্রাউন্ড ফ্লোরে থাকা ড্রপবক্সে জমা দিতে পারেন।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ - 15/07/2021