কলকাতা পাওয়ার গ্রিড কর্পোরেশনে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারত সরকারের অধীনস্থ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড -এর ইস্টার্ন রিজিয়ন ট্রান্সমিশন সিস্টেম- II তে এক বছরের জন্য এপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারিং -এর বিভিন্ন ট্রেডে। প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে। অনলাইন আবেদনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন।
পদের নাম- ITI ইলেকট্রিক্যাল
শূন্যপদ- মোট ১০ টি। (SC- ২,ST- ১,OBC- ২,UR- ৫)
শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রিক্যালে ITI -এর পুরো কোর্স করে থাকতে হবে।
স্টাইপেন্ড- প্রতি মাসে ১১,০০০/- টাকা।
পদের নাম- ডিপ্লোমা ইলেক্ট্রিক্যাল
শূন্যপদ- মোট ২০ টি। (SC- ৫,ST- ১,OBC- ৪,UR- ১০)
শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং -এ তিন বছরের ডিপ্লোমা।
স্টাইপেন্ড- প্রতিমাসে ১২,০০০/- টাকা।
পদের নাম- ডিপ্লোমা সিভিল
শূন্যপদ- মোট ১০ টি। (SC- ২,ST- ১,OBC- ২,UR- ৫)
শিক্ষাগত যোগ্যতা- সিভিল ইঞ্জিনিয়ারিং -এ তিন বছরের ডিপ্লোমা।
স্টাইপেন্ড- প্রতিমাসে ১২,০০০/- টাকা।
পদের নাম- গ্রাজুয়েট ইলেকট্রিক্যাল
শূন্যপদ- মোট ১৫ টি। (SC- ৩,OBC- ৪,UR- ৮)
শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চার বছরের B.E/ B. Tech/ B. Sc (Engg)
স্টাইপেন্ড- প্রতি মাসে ১৫,০০০/- টাকা।
পদের নাম- গ্রাজুয়েট সিভিল
শূন্যপদ- মোট ৩ টি। (SC- ১,OBC- ১,UR- ১)
শিক্ষাগত যোগ্যতা- সিভিল ইঞ্জিনিয়ারিং -এ চার বছরের B.E/ B. Tech/ B. Sc (Engg)
স্টাইপেন্ড- প্রতি মাসে ১৫০০০ টাকা।
পদের নাম- গ্রাজুয়েট ইলেকট্রনিক্স/ টেলিকম
শূন্যপদ- মোট ৩ টি। (SC- ১,UR- ২)
শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রনিক্স/ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ চার বছরের B.E/ B. Tech/ B. Sc (Engg)
স্টাইপেন্ড- প্রতি মাসে ১৫,০০০/- টাকা।
পদের নাম- গ্রাজুয়েট কম্পিউটার সাইন্স
শূন্যপদ- মোট ২ টি। (SC- ১,UR- ১)
শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি তে চার বছরের B.E/ B. Tech/ B. Sc (Engg)
স্টাইপেন্ড- প্রতি মাসে ১৫,০০০/- টাকা।
পদের নাম- HR এক্সিকিউটিভ
শূন্যপদ- মোট ৩ টি। (OBC- ১,UR- ২)
শিক্ষাগত যোগ্যতা- পার্সোনাল ম্যানেজমেন্ট/ পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন তে দু বছরের MBA/ MSW/ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা।
স্টাইপেন্ড- প্রতি মাসে ১৫০০০ টাকা।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদেরকে অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। http://portal.mhrdnats.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদেরকে রেজিস্টার করতে হবে এবং পরে POWERGRID -এর অফিশিয়াল ওয়েবসাইট www.powergrid.in -এ গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ২০/০৮/২০২১
বিস্তারিত তথ্যের জন্য নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন: