মাধ্যমিক পাশে VLE পদে নিয়োগ 2021 | মাধ্যমিক পাশে পঞ্চায়েতে চাকরি।
রাজ্যে ব্লক অফিসে আবারও নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ করে থাকলে এই পদে আবেদন করতে পারবেন। যে পদে নিয়োগ করা হবে তার নাম হলো Village Level Entrepreneur বা VLE. এম.ডি বাজার ডেভলপমেন্ট ব্লকের অধীনে গানপুর গ্রাম পঞ্চায়েতে এই কর্মী নিয়োগে করা হবে। পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি নং- 2114.
পদের নাম- Village Level Entrepreneur বা VLE.
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন -এ ৬ মাসের ট্রেনিং।
বয়স- ০১/০৬/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ এর মধ্যে ।
বেতন- ১০,০০০/- টাকা।
আবেদন পদ্ধতি- আবেদনপত্র পূরণ করতে হবে। সঙ্গে প্রার্থীর বর্তমান পাসপোর্ট সাইজ ফটো, বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশীট, EPIC, আধার কার্ড, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট দিতে হবে।
শনিবার, রবিবার এবং অন্যান্য ছুটির দিনে জমা দেওয়া যাবে না।
আবেদনের শেষ তারিখ - ০২/০৭/২০২১।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- “Programme Officer & Block Development Officer,Md. Bazar Dev. Block,Vill- Patelnagar,P.O- Md. Bazar (T. S),Dist- Birbhum, PIN- 731132.
গুরুত্বপূর্ণ নোট -
আবেদনকারীকে অবশ্যই মহম্মদবাজার ব্লকের অধিনস্থ গানপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে
চাকরির স্থান - গানপুর গ্রাম পঞ্চায়েত ।