সমর্থন প্রকল্প ২০২১
রাজ্যের বেকার ছেলে,মেয়েদের ৫০ হাজার টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবেদন কীভাবে করবেন ? কি কি ডকুমেন্টস লাগবে? দেখে নিন।
সমর্থন প্রকল্পের সুবিধা কি?
পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত শ্রমিক রাজ্যের বাইরে কাজে যাও, তাদের ৫০ হাজার টাকা দিচ্ছে মমতা, যাতে তারা বাইরে কাজে না গিয়ে, রাজ্যের মধ্যে থেকে, নিজের ব্যবসা শুরু করতে পারে।
বর্তমানে এই প্রকল্পে শুধুমাত্র ১০ টি জেলার ছেলে/মেয়েরা আবেদন করতে পারবেন।
- কোচবিহার
- উত্তর দিনাজপুর
- দক্ষিন দিনাজপুর
- মুর্শিদাবাদ
- বীরভূম
- বর্ধমান
- নদীয়া
- হাওড়া
- পূর্ব মেদেনীপুর
- পশ্চিম মেদেনীপুর
ডকুমেন্টস কি কি লাগবে?
আধার কার্ড
ব্যাংকের পাশবই
পাসপোর্ট সাইজের ছবি ২ কপি
ইনকাম সার্টিফিকেট
নীচের লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস এটাচ করে আপনি জমা দিতে পারেন আপনার নিকটবর্তী লেবার অফিসে ।
গুগলে আপনার এলাকার নাম দিয়ে সার্চ করলে লেবার অফিসের ঠিকানা পেয়ে যাবেন ।
যদি আপনার জেলার লেবার অফিসের ঠিকানা পেতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি আপনার BDO তে জমা দিতে পারেন।
ফ্রম ডাওনলোড লিংক -