ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army)একাধিক শূন্যপদে গ্রুপ C ও D নিয়োগ 2021.
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড়ো সুখবর। ভারতীয় সেনাবাহিনীতে একাধিক শূন্যপদে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 টি জেলার যেকোনো প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
1)পদের নাম -স্টেনোগ্রাফার গ্রেড ll
মোট শূন্যপদ- 2 টি। ( জেনারল ১টি ও OBC ১টি)
বেতন- ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/-1 টাকা।
শিক্ষাগত যোগ্যতা :-
I) সরকারে স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ।
Il) স্কিল টেস্ট নর্মস-ডিসকাশন-10 মিনিট।80 টি ওয়ার্ড প্রতি মিনিটে।
ট্রানস্ক্রিপশন-কম্পিউটারে 50 মিনিট (ইংলিশ) এবং 65 মিনিট (হিন্দিতে) টেস্ট নেয়া হবে।
2)পদের নাম - লোয়ার ডিভিশন ক্লার্ক
মোট শূন্যপদ-14 টি। (জেনারেল -০৭ টি, EWS-০২ টি , ST-২ টি, OBC- ৩ টি)
বেতন- ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা :
I) উচ্চ মাধ্যমিক পাশ সরকার স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে।
Il)এছাড়া টাইপিং এর স্পিড থাকতে হবে পার মিনিটে 35 টি ওয়ার্ড ইংলিশে অথবা হিন্দিতে টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড প্রতি মিনিটে। এবং হিন্দিতে 9000 কি ডিপ্রেশন প্রতি ঘন্টায় এবং ইংরেজিতে 10500 কি ডিপ্রেশন প্রতি ঘন্টায় থাকতে হবে।
3)পদের নাম-ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ- 2 টি (UR)।
বেতন- পে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100/- টাকা ।
শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্স ও কেমিস্ট্রি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ এবং ল্যাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
4)পদের নাম - ল্যাব এটেনডেন্ট (MTS)
মোট শূন্যপদ- 2 টি । (UR-1, OBE- 1 টি)
বেতন- প্রতি মাসে 18,000/- টাকা থেকে 56,900 টাকা।
শিক্ষাগত যোগ্যতা- সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ এবং ল্যাব এটেনডেন্ট এ কাজ করার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
5)পদের নাম-ড্রাগিস্টম্যান (COMPUTER OPR)।
মোট শূন্যপদ - 1 টি (UR)
বেতন- পে লেভেল 4 অনুযায়ী 25,500/- টাকা থেকে 81,100/- টাকা প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এ ডিপ্লোমা করে থাকতে হবে।
5)পদের নাম-সিভিল মোটর ড্রাইভার।
মোট শূন্যপদ - 1 টি। (UR)
বেতন- প্রতি মাসে 19,900 টাকা থেকে 63,200/- টাকা ।
শিক্ষাগত যোগ্যতা-মাধ্যমিক পাশ এবং সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স হেভি বাইসাইকেলে দু'বছরের ড্রাইভিং এর অভিজ্ঞতা থাকতে হবে।
6)পদের নাম-কুক।
মোট শূন্যপদ - 7 টি । (UR-5, EWS-2 )
বেতন- প্রতিমাসে 19,900 টাকা থেকে 63,200/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ এবং কুকিং অর্থাৎ রান্নার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
7)পদের নাম-সাফাইওয়ালা।
মোট শূন্যপদ - 6টি । (UR-4, EWS-1, OBC- 1)
বেতন- প্রতি মাসে 18,000/- টাকা থেকে 56,900/- টাকা ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ এবং সাফাইওয়ালা কাজের অভিজ্ঞতা থাকতে হবে এক বছরের।
8)পদের নাম-ফ্যাটিওম্যান।
মোট শূন্যপদ - 2 টি। (UR-1, EWS- 1)
বেতন- প্রতি মাসে 18,000/- টাকা থেকে 56,900/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা - সরকার স্বীকৃত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ এবং ফ্যাটিওম্যাএ কাজ করার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স-স্টেনোগ্রাফার গ্রেড ll, লোয়ার ডিভিশন ক্লার্ক,সফাইওয়ালা,ল্যাব এটেনডেন্ট এর ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এবং সিভিলিয়ান মোটর ড্রাইভার এর ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে।
এছাড়া SC,ST OBC,EWS কর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে।
আবেদন ফি- শুধুমাত্র জেনারেল এবং OBC দের আবেদন ফি লাগবে এবং আবেদন ফি বাবদ জমা দিতে হবে 50 টাকা এবং এটি ভারতীয় পোস্ট অফিস এর ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ-আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ 26/07/2021।
আবেদন পদ্ধতি- অফলাইনে বাই পোষ্টের মাধ্যমে আবেদন করতে হবে এবং ফর্মটি এ-ফোর সাইজের প্রিন্ট আউট বের কোরে তার সঙ্গে যাবতীয় নথিপত্র যোগ করে নিদিষ্টি ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে ।
ঠিকানা টি হল -
To The Presiding Officer, Scrutiny Cell, Cipher Wg, Military College of Telecommunication Engineering Mhow(MP) 453 441.
আপনি যে শ্রেণীভূক্ত সেই শ্রেণীর নাম অর্থাৎ (UR,SC,ST,OBC) যেটি হবে সেটি আবেদন খামের বাঁদিকে লিখতে হবে এবং আপনারা একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারেন তার জন্য আলাদা আলাদা করে আবেদন পত্র পাঠাতে হবে।